বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ সরকারি সম্পত্তি রক্ষা করতে গিয়ে চাকরীচ্যুত হওয়াসহ পরিবার নিয়ে হুমকির মুখে বাকেরগঞ্জের নেয়ামতি ইউপির ভূমি উপ-সহকারি কর্মকর্তা লুৎফুন্নাহার। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিতভাবে অবহিত করেছেন লুৎফুন্নাহার। তবে বর্তমানে ওই ভূমি কর্মকর্তা লুৎফুন্নাহার বেগম পরিবার নিয়ে শঙ্কিত-আতঙ্কিত। ভূমি কর্মকর্তার স্বামী রুবেল আহমেদ অভিযোগ করেন তার স্ত্রী কর্মস্থলে কর্তব্য পালন করতে গিয়ে খাল দখল মুক্ত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে যথানিয়মে ব্যবস্থা গ্রহণে অনড় থাকেন। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ও পুলিশের এক এস আই তার ভূমি কর্মকর্তা স্ত্রীর কাজে বাধা প্রদান করে। তার স্ত্রী উচ্ছেদ কার্যক্রম থেকে বিরত না থাকলে তাকে চাকরীচ্যুত করা হবে বলে মোবাইল ফোনে হুমকি প্রদান করে পুলিশের এসআই পরিচয় প্রদানকারী আবুল বাশার। সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে সরকারি খাল দখোল করে স্থানীয় হেমায়েত হাওলাদারের পুএ দেলোয়ার হোসেন হাওলাদার অবৈধ স্থাপনা নির্মাণ করে। যাহার খবর পেয়ে উপ-সহকারি কর্মকর্তা (ভূমি) অবৈধ স্থাপনা নির্মাণে বাধা প্রদান করে। এতে পুলিশের এসআই পরিচয়দানকারী আবুল বাশার নামের এক ব্যক্তি মোবাইল ফোনে ভূমি উপ-সহকারী কর্মকর্তা কে নির্মাণ কাজের বিষয়ে নাক গলালে চাকরীচ্যুত করা হবে বলে হুমকি প্রদান করে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ইতিমধ্যে ভূমি উপ-সহকারী কর্মকর্তা লুৎফুন্নাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তার কাছে লিখিতভাবে অবহিত করেছেন। কিন্তু দেখা গেছে তবুও অবৈধ স্থাপনা নির্মাণ কারীদের দখলদারিত্ব বন্ধ হয়নি। তারা হরদমে তাদের দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। তাছাড়া ওই ভূমি উপ-সহকারী কর্মকর্তা লুৎফুন্নাহার ও তার পরিবারকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য নানা ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্তের প্রধান ভূমিকায় আছে পুলিশের এসআই আবুল বাশার। এসআই আবুল বাশার লোক মাধ্যমে এখনো ভয়-ভীতি দেখিয়ে নানা খুদে বার্তা পাঠাচ্ছে লুৎফুন্নাহারের পরিবারের কাছে। যাতে করে লুৎফুন্নাহার সন্তান স্বামী সহ পরিবার নিয়ে আতঙ্কিত হয়ে পরেছে। লুৎফুন্নাহারের স্বামী রুবেল আহমেদ প্রতিবেদক কে আরো জানান আমরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ও ভূমী কর্মকর্তার দিকে তাকিয়ে আছি। জেলা প্রশাসক মহোদয়ের কাছেও আমাদের পরিবারের নিরাপত্তা এবং অবৈধ দখলদার ভূমিদস্যুদের বিরুদ্ধে লিখিত ভাবে অবহিত করার প্রস্ততি নিচ্ছি।
Leave a Reply