মো. সুজন মোল্লা, বানারীপাড়া ॥ ভাষার মাস ফেব্রুয়ারী। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে এদেশের দামাল ছেলেরা অকাতরে বুকের তাজা রক্ত দান করে শহীদ হয়ে মহান হয়ে আছেন বাঙালীর অন্তর থেকে অন্তরে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন রফিক, শফিক, জব্বার আরও নাম জানা-অজানা অনেকে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা পূর্ব বাংলাকে পাকিস্তানের তাবেদার থেকে মুক্ত করে স্বাধীন বাংলদেশ করার দৃঢ় প্রত্যয় এবং ভাষাকে রাষ্ট্রীয় ভাবে বাংলা করার দাবীতে আন্দোলন করছিলেন। যে আন্দোলন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সফল হয়। ২১ শে ফেব্রুয়ারী এখন আন্তর্জাতিক মাতৃ ভাষা। দিবসটি পালনে বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন গুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। সে উপলক্ষে ৯ ফেব্রুয়ারী বিকেলে বানারীপাড়া ঐতিহ্যবাহী ডিগ্রী কলেজ মাঠে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম। তিনি বলেন ভাষা শহীদরা এদেশের স্বর্ণ সন্তান। তাদের আত্মত্যাগেই আমাদের বাংলা ভাষা আজ বিশ্ব দরবারে আন্তর্জাতিক ভাষা হিসেবে পালন হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনিচুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তালুকদার মোহাম্মদ ইউনুস, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক একেএম জাকির হোসেন সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি ও চাখার ইউপির চেয়ারম্যান খিজির সরদার, বাইশারী ইউপির সাবেক চেয়ারম্যান ও সহ-সভাপতি তাজেম আলী হাওলাদার, সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, আক্তার হোসেন মোল্লা, আব্দুল জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপির চেয়ারম্যান সহিদুল ইসলাম, চাখার ইউপির সাবেক চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বানারীপাড়া উপজেলা সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, ভাইস চেয়ারম্যান যুবআইকন মো. নুরুল হুদা, যুবলীগ নেতা মু. মুনতাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, যুগ্ম-সম্পাদক শাকিল আহম্মেদ, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল ও সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমূখ।
Leave a Reply