রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ যোগদানের পর থেকে বাবুগঞ্জ উপজেলার মানুষের সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম। একজন দায়িত্বশীল উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি উপজেলার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন কর্মঠ দায়িত্বশীল অফিসারই পারেন শ্রম ও দক্ষতার মাধ্যমে একটি উপজেলার পরিবর্তন ঘটাতে। আর এটির বাস্তব উদহরণ বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম। মোঃ আমিনুল ইসলাম ২০২০ সালের ১২ জুলাই বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তাঁর যোগদানের পর থেকেই বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরে এসেছে। জানা গেছে, ইউএনও মোঃ আমীনুল ইসলাম দায়িত্ব গ্রহনের পর পরই উপজেলার বিভিন্ন স্থানের অবৈধ দখলদারকে উচ্ছেদ, উপজেলার বিভিন্ন এলাকার নদী ভাঙন কবলিত এলাকা থেকে মাটি ব্যবসায়ীরা মাটি কেটে বিক্রি করতেন যাতে নদী ভঙনের তীব্রতা বেড়েই চলছে। অবৈধ মাটি ব্যবসায়ীদের আইনের আওতায় এনে জেল জরিমানা করেন। এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয়। ইউএনও আমীনুল ইসলামের তদারকিতে অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সকল উন্নয়নমূলক ফাইল তড়িৎ গতিতে হচ্ছে। করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সুরক্ষা মাস্ক পরিধান নিশ্চিত করে সকল ধরণের অফিশিয়াল কর্মকাণ্ড চলমান রেখেছেন। যে কারণে এ উপজেলায় যোগদানের পর থেকে করোনা আক্রান্তের হার কমে এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনূল ইসলাম নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন অফিস, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদ, পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে কয়েক হাজার মাস্ক ও হ্যান্ডস্যানেটাইজার বিতরণ করেছেন। উপজেলার বিভিন্ন হাট বাজার তদারকির মাধেমে ভোক্তাদের অধিকার নিশ্চিত করণে বিশেষ ভূমিকা রেখেছেন। উপজেলার প্রধান প্রধান বাজারের ভ্রাম্যনাণ আদালত পরিচালনার মাধ্যমে দ্রব্যমূল্যের দাম সঠিত রাখা, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ভোক্তা সাধারণের আস্থার প্রতিকে পরিনত হয়েছেন। সর্বপরী অতিসম্প্রতি দেশব্যাপী চলমান ভূমি ও গৃহহীণ পরিবারের মাঝে আবাসন ব্যবস্থা করণের লক্ষে প্রধানমন্ত্রীর আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় বাবুগঞ্জে ১৭০ পরিবারের মাঝে আবাসনের ব্যবস্থা করণের লক্ষে নিরলস ভাবে স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছেন। যা উপজেলার সর্ব মহলের প্রসংশিত হয়েছে। স্থানীরা জানান, দেশের এমন দূর্যোগময় মুহূর্তে সত্যিই ইউএনও’র ভূমিকা প্রশংসনীয়। দেশের জন্য এধরণের নিবেদিত প্রাণ ইউএনও সকল উপজেলায় থাকলে সাধারণ মানুষ উপকৃত হত। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম বলেন, আমি কর্মে বিশ্বাসী। আমার দায়বদ্ধতা থেকেই এই সকল কাজ করছি। এসব কাজে আমাকে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার স্যার সহ স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করছেন।
Leave a Reply