পিরোজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে বাংলাদেশ পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধ মুক্ত বরিশাল বিভাগ গড়ার জন্য এ রেঞ্জের পুুলিশ বাহিনী সদা সতর্ক রয়েছে। তিনি বলেন, যারা মাদক ব্যবসা করবে, যারা মাদক সেবন করবে তাদের জায়গা হবে কারাগার। তাই মাদক ব্যবসা ও মাদক সেবনের পথ থেকে যারা বেড়িয়ে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসবে পুলিশ তাদের সাধুবাদ জানাবে এবং আইনের আওতার মধ্যে থেকে তাদের পূর্নবাসনের জন্য কাজ করবে। পিরোজপুরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আত্মসমর্পণ ও বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১০ ফেব্রুয়ারী বুধবার বিকেলে পিরোজপুর শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে পিরোজপুর সদর থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমর্পণ করে। এ নিয়ে পিরোজপুর জেলায় আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর সংখ্যা হলো ২২২ জন। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আত্মসমর্পণ ও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার অপরাদ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান খালেক, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ খান, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক সাধারণ জিয়াউল আহসান গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন। অনুষ্ঠানে আত্মসর্ম্পনকারী মাদক ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা এবং তাদের শপথ পাঠ করান ডিআইজি। এ সময় আত্মসর্ম্পনকারী মাদক ব্যবসায়ীদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এবং তাদের সমাজে পুনর্বাসিত করতে সেলাই মেশিন, মোটর সাইকেল, মুরগী খামারের উপকরণ ও নগদ টাকা, রাজমিস্ত্রি কাজের উপকরণ এবং চায়ের দোকানের উপকরণ প্রদান করা হয়।
Leave a Reply