বিশেষ প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাসমোড় এলাকায় টিএন্ডটি সড়ক সংলগ্ন কবিরাজ বাড়ি খালের ভিতরে পাইলিং করে দখলের উদ্দেশ্যে ভরাট করেছে জনৈক বেলায়েত হোসেন। এখন সেই দখল করা খালটির ভিতরেই বহুতল ভবন নির্মানের কাজ শুরু করা হয়েছে।খাল দখলমুক্ত রাখতে স্থানীয় সাংবাদিকরা সেখানে গেলে খাল দখলকারী বেলায়েত হোসেন ও তার সহযোগী জাহাঙ্গীর মৃধা সাংবাদিকসহ উপস্থিতি স্থানীয়দের হুমকি দিয়ে বলেন, খালের ভিতরেই ভবন করব, আপনারা যা পারেন করেন। গতকাল দুপুর বারটার দিকে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন ও সহকারী ভুমি কমিশনার অনুজা মন্ডল। এসময় খাল পরিদর্শন শেষে আগামী শনিবারের মধ্যে খালের মাঝ বরাবর করা কংক্রিটের পাইলিংগুলে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর জুন মাসে উপজেলা সদরের পয়ঃনিস্কাশনের একমাত্র এ কবিরাজবাড়ি খালের মধ্যে পাইলিং করে পাশের জায়গার মালিক বেলায়েত হোসেন ভবন নির্মাণের কাজ শুরু করলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে পাইলিং অপসারণের নির্দেশ দেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার। এর পরে পাইল অপসারণ না করে প্রায় এক বছর নির্মাণ কাজ বন্ধ রেখে সুচতুর বেলায়েত দুইদিন আগে আবার খালের ভিতর ভবন নির্মানের কাজ শুরু করে। স্থানীয়রা জানায়, খাল দখল করার জন্য পাশের জমির মালিক বেলায়েত আগে থেকেই খালের ভিতরে মাটি ফেলে খালের মাঝ বরাবর কংক্রিটের পাইলিং বসিয়ে প্রায় সাত ফুট দখল করে নিয়েছে। এখন সেই দখল করা সরকারী খালের ভিতরেই ভবন নির্মানের কাজ শুরু করেছেন তিনি। পূর্বের বিশফুট খাল বর্তমানে বাইপাস অংশের কোন কোন জায়গা থেকে বাসা বাড়ির বর্জ পানি নামার ব্যাবস্থাটুকুও নেই। রাজাপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ মঞ্চের সদস্য আবুল হাসনাত আদুল্লাহ সুমন, মঈনুল হক লিপু, মো.অহিদ সাইফুল, খলিলুর রহমান, নেয়ামুল হাসান হিরন ও রাজিব ফরাজী বলেন, আমরা গত একবছর যাবৎ উপজেলা সদরের পয়ঃনিস্কাশনের একমাত্র মাধ্যম এই কবিরাজ বাড়ি খাল দখলদারদের হাত থেকে উদ্ধারের জন্য বিভিন্ন আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনের মধ্যেই নতুন করে জনৈক বেলায়েত আবার খাল দখলের চেষ্টা চালাচ্ছে। আমরা দখলদারদের হাত থেকে এই উদ্ধারের জন্য প্রয়োজনে অবস্থান ধর্মঘটসহ মন্ত্রণালয় পর্যন্ত যাব। খাল দখলকারী বেলায়েত হোসেন ও তার সহযোগী জাহাঙ্গীর মৃধা সাংবাদিকদের উপস্থিতিতে স্থানীয়দের হুমকি দিয়ে বলেন, খালের ভিতরেই ভবন করব, আপনারা যা পারেন করেন। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো. মোক্তার হোসেন বলেন, খালের ভিতর থেকে পাইল অপসারণ করে খালের প্রবাহ ঠিক রাখার জন্য দখলদারকে আগামী দুই দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় রবিবার দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply