বরগুনা প্রতিনিধি ॥ বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘরের পিলার ধসে রাজু আহমেদ (১১) নামে এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগী মায়া বেগম (৩৫) বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের বাসিন্দা। মায়া বেগমের ভাই কামাল মাঝি সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুপুরে ভাগনে রাজু নির্মাণাধীন ওই ঘরের সামনে বসে খেলছিল। এ সময় তার চিৎকারে আমরা ওই ঘরের কাছে গিয়ে দেখি রাজুর ওপর ঘরের একটি পিলার ভেঙে পড়েছে। এতে রাজুর ডান হাতের কনুইয়ের অংশ ভেঙে গেছে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের বলেন, রাজুর ডান হাতের কনুইয়ের অংশের হাড় সম্পূর্ণ ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা সাংবাদিকদের বলেন, বাদুরতলায় কোনো আশ্রয়ণ প্রকল্প আছে বলে আমার জানা নেই। তবে আগের ইউএনও হুমায়ুন কবির আশ্রয়ণ প্রকল্প-২-এর খ নামের প্রকল্প নিজ উদ্যোগে করাচ্ছেন বলে শুনেছি।’
Leave a Reply