বিদেশ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের টেক্সাসে তুষার ঝড়ের পর পিচ্ছিল হয়ে গেছে সড়ক। সেই সড়কে শতাধিক গাড়ির সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৫ জন। বৃহস্পতিবার শহরটির ফোর্ট ওর্থ এলাকার কাছের ইন্টারস্টেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ অনেক জরুরি সেবাকর্মী এ দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৩৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সেখানকার যানবাহনগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। গাড়িগুলো সরাতে অনেক সময়ের প্রয়োজন হতে পারে।তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে হিমশীতল বৃষ্টি ও তুষারপাত অব্যাহত রয়েছে। গাড়িতে আটকে পড়াদের উদ্ধার কাজ চলছে। পুলিশ জানিয়েছে, তুষারঝড়ে টেনেসি, অস্টিনসহ বেশ কয়েকটি শহরে ৫০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। ফোর্টওর্থ পুলিশের টুইটারে ওই দুর্ঘটনার দৃশ্য শেয়ার করা হয়। তাতে দেখা যায়, প্রথমে দুই-একটি গাড়ি উল্টে যায়, যার মধ্যে ফেডএক্সের দুটি লরিও ছিল। এরপর পেছন থেকে একের পর এক গাড়ি দুমড়ে মুচড়ে পড়তে থাকে। এ ছাড়া রাস্তার পাশে বহু গাড়ি উল্টে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রে বেশ কয়েকদিন ধরেই খারাপ আবহাওয়া বিরাজ করছে। তুষারপাত ও তুষার ঝড়ের ঘটনা ঘটছে দেশটিতে। এর ফলে দেশটিতে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে।
Leave a Reply