বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলায় স্ত্রীর চিকিৎসা শেষে ফেরার পথে মাছবোঝাই নছিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীও। গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে বোরহানউদ্দিন উপজেলার মুচিরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সোহাগ ওরফে ভুট্টু (২৫)। তিনি বোরহানউদ্দি ন উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের মো. আবু তাহেরের ছেলে। আহত গৃহবধূর নাম সাথী আক্তার (২০)। তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে সোহাগ তার স্ত্রী সাথী আক্তারকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলযোগে বোরহানউদ্দিন যান। ডাক্তার দেখিয়ে ফেরার পথে রাতে উপজেলার মুচিরপুল এলাকায় আসলে চরফ্যাশন থেকে ভোলাগামী মাছবোঝাই একটি নছিমন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সোহাগ ও তারা স্ত্রী সাথী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সোহাগকে মৃত বলে ঘোষণা করেন। আহত সাথী আক্তার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মোটরসাইকেল আরোহী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দ্নি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল আমিন জানান, নছিমনটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছে।’
Leave a Reply