দখিনের খবর ডেস্ক ॥ বাংলাদেশ ও ভারতীয় সীমান্ত এলাকায় স্থাপিত বর্ডার হাটগুলোতে উভয় দেশের মানুষের দিন দিন আগ্রহ বাড়ছে। এজন্য সরকার গুরুত্বসহকারে প্রক্রিয়াধীন ১২টি সীমান্ত হাট নিয়ে কাজ করছে। এরমধ্যে সিলেটের ভোলাগঞ্জ, সুনামগঞ্জের রিংকু ও সায়দাবাদের বর্ডার হাটের কাজ শেষ। আগামী মার্চ মাসে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে ভারতের সঙ্গে যৌথভাবে স্থাপিত তিনটি বর্ডার হাট উদ্বোধন হতে পারে। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন নতুন তিনটি বর্ডার হাট। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারতের সঙ্গে মোট ১৬টি বর্ডার হাট নিয়ে কাজ চলছে। এরমধ্যে চারটি চালু আর ১২টি প্রক্রিয়াধীন। পর্যায়ক্রমে এগুলোও চালু হবে। এরমধ্যে তিনটি বর্ডার হাট আগামী মার্চ মাসে চালু হতে পারে। নতুন বর্ডার হাটগুলোর মধ্যে একটির রোড এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। সেটা হলো সিলেটের ভোলাগঞ্জ আর মেঘালয়ের ভোলাগঞ্জ। বাংলাদেশ ও মেঘালয় সীমান্তের সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের ভোলাগঞ্জ, সুনামগঞ্জের তাহিরপুরের সায়দাবাদ ও মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড় সংলগ্ন নালিকাটা, মেঘালয়ের ইস্ট খাসি হিলসের রিংকু ও সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাগানবাড়ি। আগামী মার্চেই এ হাটগুলো উদ্বোধন করা হতে পারে। এছাড়া বর্তমানে চারটি বর্ডার হাট চালু রয়েছে। এগুলো হলো- কুড়িগ্রামের বলাইমারি বর্ডার হাট ও মেঘালয়ের কালাইচর, সুনামগঞ্জের লাউয়াঘর ও মেঘালয়ের বালাট। ফেনীর পূর্ব মধুরাম বর্ডার হাট ভারতের শ্রীনগর ত্রিপুরার এবং ব্রাহ্মণবাড়িয়ার তারাপুরে ও ভারতের কমলা সাগর ত্রিপুরায়। এ বিষয়ে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, বর্তমানে ভারতের সঙ্গে আমাদের চারটি বর্ডার হাট চালু রয়েছে। আরও তিনটা হাট চালুর অপেক্ষায় আছে। আমরা আশা করছি যদি করোনা পরিস্থিতি ভালো হয় তাহলে মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে এ তিনটি হাট চালু করতে পারবো। আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ। আমাদের মোট ১৬টি বর্ডার হাট নিয়ে কাজ করছি। তার মধ্যে চারটা হাট অপারেশনে রয়েছে। এ ছাড়া ১২টা বর্ডার হাটের মধ্যে তিনটা প্রস্তুত। আরও তিনটা বর্ডার হাটের কাজ প্রায় শেষের দিকে। এ ছাড়া আরও ছয়টা বর্ডার হাট আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি বলেন, করোনার জন্য আমরা সব কিছুতে পিছিয়ে যাচ্ছি। সব প্রস্তুত করেও করোনার জন্য চালু করতে পারছি না নতুন তিনটা বর্ডার হাট। আমরা প্রস্তুত আছি, তিনটা বর্ডার হাট যেকোন সময় চালু হতে পারে।
Leave a Reply