স্টাফ রিপোর্টার ॥ আগামী বছর বরিশালে হচ্ছে বাংলাদেশের খ্যাতনামা বিদ্যাপিঠ ক্যামব্রিয়ান এর শাখা। ফলে মানসম্মত শিক্ষার সুযোগ পাবে বরিশালের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দৈনিক দখিনের খবর’র সাথে একান্ত স্বাক্ষাতকারে এ কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন এম.কে বাশার। লায়ন বাশার বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশে মানসম্মত শিক্ষা তথা শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব রয়েছে। শুরু থেকে আমাদের প্রতিষ্ঠানের মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রদানের চেষ্টা রয়েছে। তবে ক্যামব্রিয়ানের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। এ জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। তিনি বলেন আগামী বছর বরিশালে আমাদের ক্যাম্পাস প্রতিষ্ঠার কাজ শুরু হবে। আশা করছি বরিশালের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা উপহার দিতে পারব। বিদেশে উচ্চ শিক্ষার বিষয়ে তিনি বলেন, বিদেশে গিয়ে শিক্ষার বিষয়ে আমাদের দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের নানাবিধ ভীতি ও সংকোচ রয়েছে। আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে পুরো ধারনা দেয়া হবে।
এর আগে গতকাল শনিবার সকাল ১০ টায় প্রথম সেশনে বরিশাল শেবামেক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এবং বিএসবি-গ্লোবাল নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে দেশ-বিদেশে উচ্চ শিক্ষা সেমিনার ও স্পট অ্যাসেসমেন্ট। এসময় বক্তব্য রাখেন, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এবং বিএসবি-গ্লোবাল নেটওয়ার্ক এর চেয়ারম্যান লায়ন এমকে বাশার, রাশিয়ান ডেলেগিট দারিয়ানা মিমে লোভা, অলেসিয়া অপোনিনা। দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হয় বিকাল ৩ টায়। অনুষ্ঠানে ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহনে নৃত্য, গান, কবিতা, আবৃত্তি, অংকন ছাড়াও যে কোন বিষয়ে পারদর্শী শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর অংশগ্রহনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সনদ বিতরন করেন, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এবং বিএসবি-গ্লোবাল নেটওয়ার্ক এর চেয়ারম্যান লায়ন এমকে বাশার। এসময় উপস্থিত ছিলেন রাশিয়ান ডেলেগিট দারিয়ানা মিমে লোভা, অলেসিয়া অপোনিনা।
Leave a Reply