বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর
বানারীপাড়া, মুলাদী ও কলাপাড়া পৌরসভার নির্বাচন আজ

বানারীপাড়া, মুলাদী ও কলাপাড়া পৌরসভার নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার ॥ টান টান উত্তেজনায় পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে বরিশাল বিভাগের বরিশাল জেলার বানারীপাড়া ও মুলাদী পৌরসভা এবং পটুয়াখালী জেলার কলাপাড়ার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার ১৪ ফেব্রুয়ারি। বানারীপাড়ায় ভোট হবে ব্যালটে, অপরদিকে ইভিএম পদ্ধতিতে হবে মুলাদী এবং কলাপাড়ায় পৌরসভার ভোটগ্রহণ। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। যদিও সুষ্ঠু-সুন্দর ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। কলাপাড়ায় নির্বাচনপূর্ব সহিংসতা, সংঘর্ষ, ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া বানারীপাড়া ও মুলাদী তুলনামূলক কম সহিংসতা ও সংঘর্ষ হয়েছে। দেশের দ্বিতীয় শ্রেণির বানারীপাড়া পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সুভাষ চন্দ্র শীল, আওয়ামী লীগের বিদ্রোহী জিয়াউল হক মিন্টু এবং বিএনপি’র রিয়াজ আহমেদ মৃধা। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত সাড়ে ৩ বর্গকিমি আয়তনের বানারীপাড়া পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে ২৮জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন কাউন্সিলর প্রার্থী। বানারীপাড়া পৌরসভায় প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। এখানে মোট ভোটার ৯ হাজার ১শ’ ২৭জন। এরমধ্যে ৪ হাজার ৪শ’ ৬২জন পুরুষ ভোটার এবং নারী ভোটার ৪ হাজার ৪শ’ ৬৫ জন। পৌরসভার ৯টি কেন্দ্রের ৩২টি বুথে ভোট দেবেন তারা। এদিকে প্রথম শ্রেণির মুলাদী পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের শফিকুজ্জামান রুবেল, আওয়ামী লীগের বিদ্রোহী দিদারুল আহসান খান, বিএনপি’র আল-মামুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম। এখানে ৯টি সাধারণ ওয়ার্ডে ২৪জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮জন কাউন্সিলর প্রার্থী। ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন ১৭ হাজার ৪শ’ ৭৬জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ৪১জন এবং নারী ভোটার ৮ হাজার ৭শ’ ৩৫জন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, বানারীপাড়া ও মুলাদী পৌরসভা নির্বাচন সুষ্ঠু-সুন্দর করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুলাদীতে ইভিএম পদ্ধতিতে এবং বানারীপাড়ায় ভোট হবে ব্যালটে। দুই পৌরসভার প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই পৌরসভায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। ভোট সুষ্ঠু করতে বানারীপাড়ায় র‌্যাব, পুলিশ ও বিজিবি এবং মুলাদীতে অতিরিক্ত হিসেবে কোস্টগার্ড দায়িত্ব পালন করবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। এদিকে আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে কলাপাড়া পৌরসভার ভোটের লড়াই। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চতুর্থ ধাপে এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার দুপুর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ নির্বাচনী আনুষঙ্গিক সরঞ্জাম। তবে কে হবে এ পৌরসভার পৌর পিতা তা ভোটাররাই ভোট প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করবেন এমটাই জানিয়েছে সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভা নির্বাচনে ১২ হাজার ৮শ‘ ৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র মোট ৪ জন প্রার্থী রয়েছে। কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বিএনপি মনোনীত প্রার্থী হাজী হুমায়ুন শিকদার, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা মোহাম্মদ সেলিম মিয়া, এছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়রপদে মো. দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণের লক্ষে প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ২ প্লাটুন বিজিবি, ৬ টি মোবাইল টিম ও ৩ টি র‌্যাবের টিম মোতায়েন করা হয়েছে। কলাপাড়ায় পৌরসভায় ভোটারের মধ্যে নারী ভোটার ৬,৫৫৭ এবং পুরুষ ভোটার ৬৩৩৪। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ১৯৯৭ সালে কলাপাড়া পৌরসভা গঠিত হওয়ার পর পঞ্চম বারের মতে কলাপাড়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com