বিশেষ প্রতিনিধি ॥ চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভার মধ্যে বরিশালের বানারীপাড়া, মুলাদী ও পটুয়াখালীর কলাপাড়া নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। বরিশালের বানারীপাড়ায় ভোটের দিন বিক্ষিপ্ত সংঘর্ষ ও সহিংস ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া মুলাদী ও কলাপাড়ায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বরিশালের বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল, মুলাদীতে মোঃ শফিকুজ্জামান রুবেল ও পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল চন্দ্র হাওলাদার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বানারীপাড়ায় ভোট হয়েছে ব্যালটে, অপরদিকে ইভিএম পদ্ধতিতে হয়েছে মুলাদী ও কলাপাড়া পৌরসভায়। বরিশালের বানারীপাড়া পৌরসভায় গতকাল শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল বেসরকারি ভাবে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ৫ হাজার ৪ শত ২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম সতন্ত্র প্রার্থী: জিয়াউল হক মিন্টু (নারিকেল গাছ প্রতীকে) ৬ শত ৯৮ ভোট পেয়েছেন ও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজ আহম্মেদ রিয়াজ মৃধা ২ শত ৬৯ পেয়েছেন। সাধারণ আসনে যারা ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ডে মো: জাহিদ হোসেন সরদার, ২নং ওয়ার্ডে মো: মনির হোসেন, ৩নং ওয়ার্ডে মো: জাকির হোসেন মোল্লা, ৪নং ওয়ার্ডে গৌতম সমাদ্দার, ৫নং ওয়ার্ডে মো: আকবর হোসেন, ৬ নং ওয়ার্ডে মো: সুমন খান, ৭নং ওয়ার্ডে মো: ফিরোজ আলম, ৮ নং ওয়ার্ডে মো: জাহিদ হাসান এবং ৯ নং ওয়ার্ডে মো: এমাম হোসেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে ডেইজী বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে মনিরা আক্তার ময়না, এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে আলো রাণী বনিক বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে বরিশালের মুলাদীতে নৌকার প্রার্থী শফিক উজ্জামান রুবেল নির্বাচিত হয়েচেন। মুলাদী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী মোঃ শফিক উজ্জামান (রুবেল) ৭ হাজার ৫ শ’ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোবাইল মার্কা দিদারুল আহসান খান ২ হাজার ৬৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাত পাখা মার্কার প্রার্থী মাওলানা মো. মঞ্জুর হোসেন ৯৪৯ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মোঃ আল মামুন ৪ শ’ ৯২ ভোট পেয়েছেন। এ বছরই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোঃ শফিক উজ্জামান রুবেল তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন। বরিশাল বিভাগের অপর জেলা পটুয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৩৫৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহম্মেদ মাসুম। তার প্রাপ্ত ভোট ৩২৩৫। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী হাজী হুমায়ন শিকদার পেয়েছেন ১৬০১ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সেলিম মিয়া হাত পাখা নিয়ে তিনি ৬৬৯ ভোট পেয়েছেন। ফলাফল নিশ্চিত করেছেন সহকারী রিটর্নিং অফিসার আবদুর রশিদ। রবিবার অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচনে ১২ হাজার ৮শ’ ৯১ জন ভোটারের বিপরীতে চারজন প্রার্থী মেয়র পদে অংশগ্রহণ করেন। ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
Leave a Reply