পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে রিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। স্বরূপকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রিকশাচালক মো. আরাফাত হোসেন বাদী হয়ে তিন চাঁদাবাজের নামে নেছারাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, স্বরূপকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আব্দুল আউয়ালের ছেলে আরাফাত হোসেন (৩০) কিছুদিন আগে একটা রিকশা কিনে চালানো শুরু করে। এ সময় তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন ৭নম্বর ওয়ার্ডের মোস্তফা (৫৫), আব্দুস সালাম (৪৫) এবং উপজেলার কামারকাঠি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে নূর ইসলাম। চাঁদা না দিলে রিকশা চালাতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তারা। ভয়ে তিনি টাকা দেন। এরপর ওই গাড়ি বিক্রির সময় আরো এক হাজার টাকা চাঁদা নেন তারা। পরবর্তী আরাফাত নতুন রিকশা কিনলে আবারও পাঁচ হাজার টাকা দাবি করে। আরাফাত বিষয়টি পৌর মেয়র গোলাম কবিরকে জানালে মেয়র ঘটনাটি শুনে তাকে ব্যাবস্থা গ্রহণের জন্য থানায় যাওয়ার পরামর্শ দেন। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, এসংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজির ক্ষেত্রে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Leave a Reply