বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ৫ সদস্যের বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি গঠন গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খালের কুচুরিপানা ও ময়লা পরিস্কার করল বৈষম্য বিরোধী ছাত্ররা বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত আমাদের নেতা তারেক রহমান একটি সাম্যের বাংলাদেশ গড়তে চান-জহির উদ্দিন স্বপন মেয়র হারিছ গ্রেপ্তারের খবরে গৌরনদীতে সাধারন মানুষের উল্লাস ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষাভ মিছিল গৌরনদীতে এইচপিভি টিকা দান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন কাশিপুরের ড্রেজার ব্যবসায়ী সুমনের অপকর্মে কেউ খুন হলে দায় নেবে না বিএনপি
বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনের অন্যতম মাধ্যম বিএসবি – ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ : লায়ন এম.কে বাশার

বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনের অন্যতম মাধ্যম বিএসবি – ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ : লায়ন এম.কে বাশার

কাজী সাঈদ ॥ বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনের সহায়তার অন্যমত মাধ্যম হিসাবে গড়ে উঠেছে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ । প্রতিবছর এ প্রতিষ্ঠানটির মাধ্যমে ও দিক নির্দেশনায় হাজার হাজার শিক্ষার্থী বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চতর ডিগ্রি লাভের জন্য উড়াল দিচ্ছে। বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনে বাংলাদেশে চলমান জড়তা তথা জটিলতা শতভাগ দূর করতে সক্ষম হয়েছে এ প্রতিষ্ঠানটি। যে কারনে বিদেশে উচ্চ গ্রহনের শ্রেষ্ঠ মাধ্যম হিসাবে গড়ে উঠেছে ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ।স্বল্প খরচে বিদেশ শিক্ষায় সকল দিক সহজ পদ্ধতিতে উপস্থাপন করায় প্রতিষ্ঠানটির এ অভাবনীয় সফলতা। গত সপ্তাহে বরিশাল তথ দক্ষিনাঞ্চলের জন্য সুখর দিয়েছে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট লায়ন এম কে বাসার। জানিয়েছেন বরিশাল সদরে ২০১৯ সাল নাগাত প্রতিষ্ঠা করা হবে ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজের শাখা। এক স্বাক্ষাতকারে তিনি জানিয়েছেন বরিশাল তথা দক্ষিনাঞ্চলে মানসম্মত শিক্ষার উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। এ অঞ্চলের স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে আগামী বছর থেকেই বিভাগীয় শহর বরিশালে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শাখা চালু করা হবে। দেশের উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেভাবে মানসম্মত শিক্ষা লাভ করছে, ঠিক সেভাবেই বরিশাল অঞ্চলের শিক্ষার্থীরাও উন্নত শিক্ষা লাভ করবে। আর এ লক্ষে ইত মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এবং বিএসবি-গ্লোবাল নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম.কে বাশার। লায়ন এম.কে বাশার জানান, আগামী বছরই বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শাখা হবে বরিশালে। আর এর ফলে মানসম্মত শিক্ষার সুযোগ পাবে বরিশাল অঞ্চলের শিক্ষার্থীরা। তিনি জানান, ইতোমধ্যে আমরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার জন্য ক্যাব্রিয়ান স্কুল এন্ড কলেজ (প্লে-দ্বাদশ শ্রেণি, বাংলা মাধ্যম ও ইংরেজী ভার্শন), কিংস স্কুল এন্ড কলেজ (নবম-দ্বাদশ শ্রেণী), মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ- (৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি), উইনসাম স্কুল এন্ড কলেজ-(প্লে থেকে দ্বাদশ শ্রেণি), নর্থ সিটি কলেজ (একাদশ থেকে দ্বাদশ শেণি) প্রতিষ্ঠা করেছি। লায়ন এম.কে বাশার আরও জানান, উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো অভিজ্ঞ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করা হবে।যেখানে ছাত্র-শিক্ষক অনুপাত থাকবে ১০:১। মেধাবী ও গরীব শিক্ষার্থীদের জন্য স্কলার্শীপ সুবিধা। পাঠ্যবই, খাতা, কলম ক্যালকুলেটর, ইউনিফর্ম, স্কুলব্যাগসহ ১০১টি সুবিধা স্কুল থেকে প্রদান করা হয়, যার জন্য অতিরিক্ত কোন অর্থ নেয়া হয় না। ক্লাসরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টর/স্মার্ট বোর্ডসহ আধুনিক শিক্ষা উপকরনের ব্যবহার এবং সুসজ্জিত আধুনিক ল্যাব সুবিধা প্রদান করা হয়। নির্ধারিত ক্লাস শেষে এসএসপি/ফিডব্যাক ক্লাসের সুবিধা রয়েছে, যার জন্য কোচিং বা প্রাইভেট পড়তে হয় না। বোর্ড পরীক্ষার জন্য আলাদা কোন ফি নেয়া হয় না। আবাসিক ও ট্রান্সপোর্ট সুবিধাসহ ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস/ক্লাস রুমে পড়ানোর ব্যবস্থা রয়েছে। ক্যামব্রিয়ানে রয়েছে এমবিবিএস ডাক্তার, সাইকোলজিস্ট, নিউট্রিসিয়ান, স্পেশালিস্ট ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স। শিক্ষার্থীদের মানব সেবায় উদ্ভুদ্ধ করার জন্য স্কাউটিং, বিএনসিসি, লিও ক্লাব, রক্তদান কর্মসূচী, শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন গণসচেতনতামূলক র‌্যালি ও সেমিনারে অংশগ্রহনের সুযোগ। দেশীয় সংস্কৃতি চর্চার পাশাপাশি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ ও পত্রিকায় লেখালেখির সুবিধা এবং ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় পারদর্শী করে তোলর জন্য রয়েছে ক্যামব্রিয়ান স্পোর্টস একাডেমি। এর মাধ্যমে ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার অপূর্ব সুযোগ। তিনি বলেন, জ্ঞান, শৃংখলা ও একতা এই তিন মূল মন্ত্রে উদ্ভুদ্ধ করার লক্ষ্যে ক্যামব্রিয়ান কলেজে বিএনসিসি’র দুটি পৃথক প্লাটুনে মোট ৫২ জন ক্যাডেট রয়েছে। যে সকল শিক্ষার্থী সেনা, নৌ এবং বিমান বাহিনীতে যোগদানে ইচ্ছুক তাদের জন্য রয়েছে বিএনসিসি সুবিধা।তিনি জানান, আমরা দেশের পাশাপাশি দেশের বাইরেও শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার জন্য ইউএসএ, ক্যানাডা, ইউকে, অষ্ট্রেলিয়া, অষ্ট্রিয়া, হাঙ্গেরী, সুইজারল্যান্ড, শ্লোভাকিয়া, নিউজিল্যান্ড, জার্মনী, সুইডেন, ফিনল্যান্ড, সাউথ করিয়া, শ্রিলংকা, সাইপ্রাস, চীন, মালয়েশিয়া, উজবিকেস্তানসহ বিভিন্ন দেশের কলেজ/বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা অনার্স, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামে ভর্তি ও উচ্চ শিক্ষা লাভের ব্যবস্থা করে থাকি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com