নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কলেজ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতার নাম মো. শাহাজাদা মোল্লা। তিনি নগরীর কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা ও মহানগর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি। তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে বরিশাল বিভাগীয় বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এ সময় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের অনুসারীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসানসহ তার অনুসারীদের মারধর করেন। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে নগরীর কলেজ এভিনিউ এলাকার একটি চায়ের দোকানে অবস্থানকালে শাহাজাদা মোল্লাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। হুমায়ুন কবির জানান, তারা কলেজ এভিনিউ সড়কের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী এসে শাহাজাদাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান, বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, আল-আমিন, মাহফুজসহ ১০-১৫ জন এ হামলায় অংশ নেয়। আহত শাহজাদার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বললেও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসানের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, কলেজ এভিনিউ এলাকায় একজনকে কুপিয়ে জখমের খবর পেয়েছি। আহতের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply