নলছিটি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমিনুর ইসলাম মুন্সী নামের এক ব্যাক্তিকে শুক্রবার বিকেলে (১৯ ফেব্রুয়ারী) পিটিয়ে জখম করেছে তার প্রতিপক্ষরা। নলছিটি থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আমিনুর ইসলাম মুন্সীর বড় ভাই প্রবাসী মিজান মুন্সী একই গ্রামের মৃত আজাহার মুন্সীর ছেলে নুরুল ইসলাম মুন্সী কাছ থেকে ৪ শতাংশ জমি সাবকবলা ক্রয় করেন। কিন্তু জমি ক্রয় করার কয়েকবছর পার হলেও জমির মালিক নুরুল ইসলাম মুন্সী ক্রেতা মিজান মুন্সী ও তার পরিবারকে জমি সরোজমিনে বুঝিয়ে না দিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। প্রবাসী মিজান মুন্সীর ভাই আমিনুর রহমান মুন্সী জমি বুঝিয়ে দেওয়ার জন্য নুরুল ইসলাম মুন্সীকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে আমিনুর ইসলাম মুন্সী স্থানীয় ইউনিয়ন পরিষদে বিষয়টি লিখিত আকারে জানান। তারই প্রেক্ষিতে সুবিদপুর ইউপি চেয়ারম্যান আঃ মান্নান সিকদার শুক্রবার আমিন দিয়ে মেপে জমি বুঝিয়ে দেওয়ার জন্য উভয়পক্ষকে নিয়ে বাদীর বাড়ীতে আলোচনায় বসেন। কিন্তু ইউপি চেয়ারম্যানের জরুরী কাজ থাকায় তিনি একজনকে দায়িত্ব দিয়ে চলে যান। তিনি চলে যাওয়ার পরই নলছিটি থানায় দায়ের করা অভিযোগে উল্লেখিত বিবাদী মন্টু মুন্সী(২৮),নুরুল ইসলাম মুন্সী(৫৮) ও সৈয়দ আহম্মদ(৩২) এক জোটে বাদী মোয়াজ্জেম হোসেন মুন্সীর মেঝ ছেলে আমিনুর ইসলাম মুন্সীর উপর হামলা করে। এসময় বিবাদীরা শাবল ও লোহার রড দিয়ে আমিনুর ইসলামকে এলোপাতাড়ী পিটাতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গুরুত্বর জখম আমিনুর ইসলাম মুন্সীকে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
Leave a Reply