শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর
পরাধীন রাজনীতি এবং পরাধীনতা উত্তর রাজনীতি এক হতে দেয়া উচিত নয়-আনোয়ার হোসেন মঞ্জু এমপি

পরাধীন রাজনীতি এবং পরাধীনতা উত্তর রাজনীতি এক হতে দেয়া উচিত নয়-আনোয়ার হোসেন মঞ্জু এমপি

ভান্ডারিয়া প্রতিনিধি ॥ জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, পরাধীন আমলের রাজনীতি এবং পরাধীনতার-উত্তর রাজনীতি এক হতে পারে না এক হতে দেয়া উচিত নয়। পরাধীন আমলের রাজনীতি হলো ভাঙ্গার রাজনীতি বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি। পরাধীনতার-উত্তর রাজনীতি গড়ারর রাজনীতি। আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে স্বাধীনতার পরবর্তী আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আমরা এই ভান্ডারিয়া কাউখালী ইন্দুরকানীর জন্য সরকারের কাছ থেকে যা আনতে পারি রাষ্ট্রের কাছ থেকে আনতে পারি তা অন্যান্য উপজেলার থেকে বেশী। তিনি গতকাল শনিবার পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে ৪৬তম কিলোমিটারে পোনা নদীর ওপর নির্মান করা হয় পিসি গার্ডার সেতু নতুন বাইপাস সড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, ভাণ্ডারিয়ায় আমরা ঝগড়া-বিবাদ প্রশ্রয় দেই না। এখানে আমরা এক থাকি বলে আল্লাহর রহমত রয়েছে। আপনারা যার যার রাজনীতি করবেন, উন্নয়নের সময় এক থাকবেন। আমি যেদিন থেকে এই ভাণ্ডারিয়ায় এসেছি সেই দিনের ভাণ্ডারিয়া আর আজকের ভাণ্ডারিয়া এক নয়। অনেক উন্নয়নের হয়েছে, এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। সবাই এক থেকে আল্লাহর নির্দেশে মানুষের সেবা করতে হবে। সমাবেশে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যন মিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পিরোজপুর সওজ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতে আরও শরিক হন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার মঞ্জু এমপি’র কনিষ্ঠ কন্যা দৈনিক ইত্তেফাকের অন্যতম পরিচালক আনুশে হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, জাতীয়পার্টি জেপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাহিবুল ইসলাম মাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, তেলিখালী ইউপি চেয়ারম্যান মোঃ সামসু হাওলাদার, পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলর এবং বিভিন্ন সরকারি, বেসকারি কর্মকর্তা, রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া। পিরোজপুর সড়ক বিভাগাধীন ‘বরিশাল-ঝালকাঠি-রাজাপুর-ভাণ্ডারিয়া-পিরোজপুর (আর-৮৭০) সড়কের’ পোনা নদীর উপর এই পিসি গার্ডার সেতুটি ৪৬তম ২০০ কিলোমিটারে দৈর্ঘ এ সেতুটি মাহাবুল আলম কনসট্রাকসন (এপ্রোচ সড়কসহ) নির্মান করে। সেতুটির নির্মাণ কাজ ব্যয় হয় ৪৮ কোটি ৫৫ লক্ষ টাকা। তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি ২০১৭ সালের ২৯ জুলাই ২০০ মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পোনা ব্রিজ থেকে চরখালী সওজ সড়কের ব্রাক সেন্টার পর্যন্ত একটি নতুন বাইপাস সড়ক এসময় উদ্বোধন করা হয়। পোনা নদীয়র উপর এ পিসি গার্ডার সেতুটি নির্মাণ হওয়ায় বিভাগীয় শহর বরিশাল থেকে জেলা শহর পিরোজপুর, বরগুনা জেলার কাঠালিয়া-পাথরঘাটা এবং উপকূলীয় উপজেলা মঠবাড়িয়ায় যাতায়াতের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com