নিজস্ব প্রতিবেদক ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের উপর হামলাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ববি’র প্রধান গেট এলাকা থেকে এই মৌন মিছিল শুরু হয়। পরে মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়কসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থী রক্তিম হাসান অমিত বলেন, হামলায় নেতৃত্বদানকারী মূল হোতাকে গ্রেফতারসহ তিন দফা দাবি আদায়ে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ^বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে নির্যাতনের প্রতিবাদসহ ৩ দফা দাবী জানাচ্ছে। দাবি আদায় না হলে সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন বলে অমিত হাসান জানান। তিনি আরও জানান, মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার (২০ ফেব্রুয়াারি) বিকেল সাড়ে ৫ টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি স্থাগিত করা হয়। সে জন্য শিক্ষার্থীরা রবিবার সড়ক অবরোধ কর্মসূচি থেকে বিরত রয়েছে। সন্ধ্যায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা। সেখানে প্রতিবাদি সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারী দুই শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত শ্রমিককে আটক করলে অবরোধ তুলে নেয় তারা। এর জের ধরে ওইদিন গভীর রাতে রূপাতলী হাউজিংয়ের বিভিন্ন মেসে ঢুকে শিক্ষার্থীদের অন্তত ২০ জনকে নির্যাতন করে দুর্বৃত্তরা। ওই রাত থেকে ১৭ ফেব্রুয়ারী বিকেল ৫টা পর্যন্ত একটানা মহাসড়ক অবরোধ করা হয়। তিন শর্তে আল্টিমেটাম দিয়ে আন্দোলন থেকে সরে দাড়ান শিক্ষার্থীরা। ওই সময়ের মধ্যে বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মামলায় নামধারী আসামি না করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ তিন দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটামের সময়সীমা গত শুক্রবার বিকেলে শেষ হওয়ার পর আবারো মহাসড়ক অবরোধ করে। শুক্রবার দুই ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। এরপরও দাবি আদায় না হওয়ায় গত শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে তারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবারের জন্য কর্মসূচী স্থগিত রাখা হয়।
Leave a Reply