হৃদয় আহমেদ, লালমোহন প্রতিনিধি ॥ ভাইয়ের রক্তে রাঙানো দিনের স্মৃতি নিয়ে অমর একুশ ফিরে এসেছে আবার। মায়ের মুখের ভাষা, প্রাণের চেয়েও প্রিয়, ৫২র ২১ ফেব্রুয়ারী জীবন দিয়ে তা লিখে গেছেন সালাম রফিক জব্বার সহ নাম না জানা আরো আনেকে। প্রমান করেছেন পাকিস্তানী শাষণ ব্যবস্থা উপযুক্ত নয়, তথাকথিত পাকিস্তান রাষ্ট্রও আামাদের দেশ নয়। একুশের প্রথম প্রহরে, লালমোহন কেন্দ্রিয় শহিদ মিনারে তাই ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাবনত মানুষের এই সমাবেশ। রাত ১২ টা ১ মিনিটে শ্রদ্ধা জানান ভোলা ৩ আসনের সংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ও উপজেলা প্রশাসন। পরে লালমোহন উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল অঙ্গসংগঠন সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সকালে প্রভাত ফেরি শেষে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে আয়োজিত অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে-২০২১ উদযাপন অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করে আলোচনা সভায় যোগদেন এমপি শাওন। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের। এবং প্রধান অথিতির বক্ত্যবে এমপি শাওন বলেন- মহান ভাষা আন্দোলন ছিল আমাদের জাতিসত্তা রক্ষায় ও সুদীর্ঘ মুক্তির সংগ্রামের প্রথম পদক্ষেপ। এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতিসত্তা বিকাশের পথ উন্মোচিত হয় এবং বাঙালি জাতি তার স্বাতন্ত্র্যবোধ ও জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। একপর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি তার নিজের মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। ভাষা আন্দোলন তাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জনাব আল নোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমোহন উপজেলা পরিষদ। জনাব রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, লালমোহন সার্কেল। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান লালমোহন উপজেলা পরিষদ। জনাব ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক। জনাব মাকসুদুর রহমান মুরাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, লালমোহন থানা। জনাব আবুল হোসেন রিমন, ভাইসচেয়ারম্যান উপজেলা পরিষদ। নানান শ্রেনী পেশার মানুষ।
Leave a Reply