বাউফল প্রতিনিধি ॥ যথাযথ মর্যাদায় পটুয়াখালীর বাউফলে শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বাউফল পাবলিক মাঠে শহীদ মিনারে শহীদদের স্মরনে প্রথমে উপজেলা প্রসাশনের পক্ষে উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। একে একে পৌর আওয়ামীলীগের সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রহিম ফারুকের নেতৃত্বে পৌর আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পক্ষে উপজেলা যুবদলের এক নম্বর আহব্বায়ক মশিউর রহমান পলাশের ও পৌর ছাত্র দলের আহব্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে মাইকে উপজেলা আওয়ামীলীগের নাম ঘোষণা করা হলে পৌর আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম ফারুকের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আসম ফিরোজ সমর্থিত নেতা-কর্মীরা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সাঈদুর রহমান হাসানের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত নেতা-কর্মীরা এক সঙ্গে ফুল দিতে শহীদ মিনারে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময়ে ফুল দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। হাতাহাতির ঘটনায় আওয়ামীলীগের এক পক্ষ অপর পক্ষকে দায়ী করেন এবং ওই রাতেই বিক্ষোভ মিছিল বের করা হয়।
Leave a Reply