রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১” যথাযথ মর্যাদার সাথে উদযাপন করে । সজাগ সংগঠন যাত্রার শুরু থেকে সকল জাতীয় দিবস সমূহ যথাযথ মর্যাদার সাথে উদযাপন করে আসছে। এরই ধারাবাহিকতায়, আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন করে সংগঠনটি । বাবুগঞ্জ ডিগ্রি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে প্রভাত ফেরীর মাধ্যমে পুষ্প অর্পন করা হয়। সজাগ সংগঠননের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম এর উপস্থিতিতে প্রভাত ফেরীর পরিচালনায় ছিলেন সজাগ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পরে প্রভাষক মোঃ মনিরুল ইসলাম বলেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলা রক্ষা করা হয়েছে তাদের ঋন কোনো দিনই শোধ হওয়ার নয়। একুশ মানে বাঙ্গালী জাতির স্বাধীনতার শুভ সূচনা তাই এর ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন সজাগের যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান সাগর, সাংগঠনিক সম্পাদক রাহাত মাহমুদ, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ আবুল হোসেন রাকিব, মোঃ ইকবাল মাহমুদ , মোঃ আসাদুজ্জামান, মোঃ ফয়সাল হোসেন সহ আরো অনেকে।
Leave a Reply