উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরের সাতলায় প্রাইভেট পড়তে গিয়ে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ভিকটিমের মাতা ঝুমুর বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযুক্ত রাব্বি পাইক (১৮) ও রাকিব পাইক (১৯) এর বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের সরোয়ার হোসেন হাওলাদারের ১৩ বছর বয়সের মেয়ে ১০ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়া আসার সময় পার্শ্ববর্তী দক্ষিণ সাতলা গ্রামের কামাল পাইকের ছেলে বখাটে রাব্বি পাইক ও রহিম পাইকের ছেলে রাকিব পাইক প্রায়ই উতক্ত করতো এবং শারিরিক সম্পর্ক করার জন্য কু-প্রস্তাবসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৯ টায় রাজাপুর স্কুল সংলগ্ন রুহুল আমিন হাওলাদারের বাড়ীতে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নজরুল ইসলাম হাওলাদারের বাড়ীর সামনে পৌছামাত্র বখাটে রাব্বি পাইক ও রাকিব পাইকসহ অজ্ঞাত কয়েকজন মিলে ওই ছাত্রীকে জোরপূর্বক মাহেন্দ্র গাড়ীতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এদিকে মোটা অংকের টাকা উৎকোচ নিয়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য প্রভাবশালী জাহাঙ্গির শেখ এবং ইয়ারুল হাওলাদার নুরু মল্লিক, রহিম পাইক মনির বেপারী মিলে ঘটনা ধামাচাঁপা দেয়ার চেষ্টা করেছে। কিন্তু ওই কু-চক্রিমহলের অসৎ উদ্দেশ্যে অবশেষে সফল হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তরা গ্রেফতার হয়নি। উজিরপুর মডেল থানার এস.আই মাহাতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভিকটিমকে উদ্ধার করে বরিশাল আদালতে প্রেরণ করেছে। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান মামলা হয়েছে আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply