গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ ঝালকাঠির ঐতিয্যবাহী সিটি ক্লাব ও পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে শহরের ৯ নং ওয়ার্ডের সিটি ক্লাবের নিজস্ব ভবনের হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুস ছালাম (চুন্নু) সভাপতি, সহ-সভাপতি মো.হুমায়ুন কবির খান ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মেহেদী হাসান শুভ নির্বাচিত হলেও বাকি ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফের্রুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সাধারণ সম্পাদক মো. মাঈনুল হক বাপ্পী ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মো. সেলিম খলিফা নান্টু পেয়েছে ৪০ভোট, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (তুহিন) ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মো.সেকান্দার হোসেন খান ৩৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক মো.জাকির গাজী ১০০,অর্থ সম্পাদক মো. মাহাবুবুর রহমান ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিলন হাওলাদার ৯৭ ভোটে নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক মো. নুরুল আলম রিয়াদ ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সমাজ কল্যাণ সম্পাদক মো. বেল্লাল হোসেন ১১০ ভোট, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ঝালকাঠি সিটি ক্লাব ও পাঠাগারে মোট ভোটার সংখ্যা ১৫৮ টি। বিগত কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন মো. হক খলিফা ও সম্পাদক পলাশ কোরাইশী।
Leave a Reply