মুলাদী প্রতিনিধি ॥ মুলাদী সদর ইউনিয়নে নতুন ১৪৩৪ জন ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়য়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ কামরুল আহসান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় মুলাদী সদর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান মোঃ কামরুল আহসান ও সকল ওয়ার্ডের ইউপি সদস্যদের নিয়ে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড তুলে দেন। প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা নির্বাচন অফিসের ডাটা এ্যান্টি অপারেটর রিসিফ সংগ্রহ করে ভোটারদের হাতে স্মার্ট কার্ড বিতরন করেন। স্মার্ট কার্ড উদ্বোধন শেষে ইউপি সদস্যগন তাদের নিজ নিজ ওয়ার্ডের কার্ড বুঝে নিয়ে ভোটারদের মধ্যে বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী নুরুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আশ্রাব, ৪নং ওয়র্ডের ইউপি সদস্য ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহাগ কাজী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নান্নু মল্লিক ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ৪, ৮ ও ৯নং ওয়ার্ডের মনি আক্তার। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আহসান সকলকে কার্ডটি সংরক্ষন করার দাগিদ দিয়ে এর সুবিধা সম্পর্কে অবহিত করেন। জীবনের প্রথম পরিচয় পত্র হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠেন নতুন ভোটাররা।
Leave a Reply