নিজস্ব প্রতিবেদক ॥ ফরিদপুর থেকে চরমোনাই মাহফিলে জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত শরীফ শেখ (২০) ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে ও আল আমিন (২১) একই এলাকার মো. ইউনুসের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। পুলিশ জানিয়েছে, চরমোনাই মাহফিলে জুমার নামাজ আদায় করতে ফরিদপুর থেকে মোটরসাইকেলযোগে আসছিলেন ওই দুই যুবক। পথে আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে আহতাবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে শরীফ শেখকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনেরও মৃত্যু হয় বলে জানান বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত এসআই নাজমুল হোসেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক ছগির হোসেন জানান, নিহত দুই যুবকের লাশ শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply