কাউখালী প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার কেজি (৫০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কের পাশ থেকে এসব জাটকা জব্দ করা হয়। কোস্টগার্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাটকাগুলো কুয়াকাটা থেকে ‘মীম জল’ নামে একটি বাসে করে যশোরে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। শুক্রবার সকালে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিনজেন্ট কমান্ডার নওশের আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনী ভূষণ পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় তারা জানান, মাছগুলোর আনুমানিক মূল্য আট লাখ টাকার মত হবে।
Leave a Reply