নাজিরপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় এলাকাবাসীর পানীর চাহিদা পূরণের জন্য নিজ জমিতে পুকুর কেটে দান করে রিবল দৃষ্টান্ত স্থাপণ করলেন সমাজ সেবক শেখ মোস্তফা। শুক্রবার ২৬ ফেব্রুয়ারী সকালে উপজেলার আমরবুনিয়া গ্রামের এ পুকুরটি উদ্বোধন করেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি। এ সময় স্থানীয় সমাজ সেবক আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রভাষক শাকিল আহম্মেদ, মোস্তফা শেখ, হীরু শরীফ, জাহাঙ্গীর শেখ, আজিজ আকন, নারী উদ্যোক্তা মুমেনা বেগম, এমাদুল শেখ প্রমূখ। জানা গেছে, আমরবুনিয়া গ্রামের আবদুল লতীফ শেখের ছেলে সমাজ সেবক মোস্তফা শেখ তার বাড়ির সামনে ১০ কাঠা জমিতে পুকুর কেটে গ্রামবাসির পানীয় জলের ব্যবস্থা করেন। এতে ওই গ্রামের শতাধিক পরিবার এ পুকুর থেকে পানী সংগ্রহ করতে পারবে। স্থানীয়রা জানান ওই জমির বর্তমান মূল্য ২০ লাখ টাকারও বেশী। এমন ঘটনা বর্তমান ইতিহাসে বিরল।
Leave a Reply