স্টাফ রিপোর্টার ॥ আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩দিনব্যাপী ফাল্গুনের মাহফিল। গত ২৪ ফেব্রুয়ারি’২১ বুধবার বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে গতকাল ২৭ ফেব্রুয়ারি’২১ সকাল ৮.৩০টায় সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লক্ষ লক্ষ মুসল্লীদের আধ্যাত্মিক মিলনমেলা। সমাপনী অধিবেশনের বয়ানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, আগামী ইউপি নির্বাচনে ইসলামবিরোধী সকল তাগুতি শক্তিকে পেছনে ফেলে ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে ইউনিয়ন পরিষদে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পীর সাহেব চরমোনাই দেশবাসীর প্রতি ইসলামের পক্ষের শক্তিকে অর্থাৎ হাতপাখা প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান। সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরী মুনাজাতে অংশ নেয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান পীর সাহেব চরমোনাই। আখেরী মুনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। উল্লেখ্য, চরমোনাই মাহফিলে আগত মুসল্লীদের মধ্য হতে গত মঙ্গলবার খলিলুর রহমান (৫০) বাকেরগঞ্জ, বরিশাল, নজরুল ইসলাম (৫৫) নওগাঁ, বুধবার রুহুল আমীন (৬৮) সিরাজগঞ্জ সদর, আকরাম মোল্লা (৬০) মাগুরা, আসাফ ফকির (৫৫) পিরোজপুর, মানসুর রহমান (৫৪) টাঙ্গাইল, নূর মোহাম্মদ (৩৫) নারায়ণগঞ্জ, বৃহস্পতিবার, মোহাম্মদ উল্লাহ সোহরাব (৩৫) নরসিংদী, আমিনুল ইসলাম (৭৫) রংপুর, আবুল কালাম (৫০) নারায়ণগঞ্জ এবং শুক্রবার রফিকুল ইসলাম (৬০) কুমিল্লা সহ মোট ১১জন মুসল্লী মাহফিলের অস্থায়ী হাসপাতালে ইন্তেকাল করেন। তাদের মরদেহ জানাজা শেষে নিজ নিজ এলাকায় প্রেরন করা হয়।
Leave a Reply