মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীর কাজিরচরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসী বাহীনি, আদালতে মামলা দায়ের। মামলা ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের রাগুয়া কাজিরচর গ্রামের এসকেন্দার আলী শরীফ গংয়ের ভোগ দখলীয় সম্পত্তি দীর্ঘদিন যাবত জোর পূর্বক দখল করার পায়তারা চালিয়ে আসছে একই গ্রামের সহিদ তফাদার গংরা। এরই প্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারী এসকেন্দার আলী শরীফের ভোগ দখলীয় সম্পত্তি গায়ের জোরে দখল করে ইরি ধানের চাষ করতে জায় সহিদ তফাদার গংরা। এতে স্থানীয় লোকজন নিয়ে এসকেন্দার শরীফ বাধা প্রদান করলে তাকে ও জামাতা তোফেল মোল্লাকে জীবন নাশের হুমকি সহ বসত ঘরে আগুন দেয়ার হুমকি প্রদান করেন। এঘটনায় এসকেন্দার শরীফ বাদী হয়ে ১৭ই ফেব্রুয়ারী অতিরিক্ত জেল্ াম্যজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন যাহার নং-১৮/২০২১ এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে পৌরদারী কার্যবিধি আইনের ১০৭/১১৭ (গ) ধারায় মামলা দায়ের করেন যাহার নং১৯/২০২১। মামলার কথা জানতে পেরে সহিদ তফাদার গংরা আরও ক্ষিপ্ত হয়ে ইসকেন্দার শরীফের পুত্রা তোফেল মোল্লা ঘরটিতে তালা দিয়ে তার বাবার বাড়ী গেলে, গত ২২ ফেব্রুয়ারী রোজ সোমাবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে বসত ঘরে কেরোসিন ছিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এসকেন্দার শরীফের জামাতা প্রকিতির ডাকে সাড়া দিতে বাহিরে গিয়ে আগুনের লেলিহান শিখা দেখে ডাক চিৎকার দিয়ে আশপাসের সকলে বেড়িয়ে এসে দীর্ঘ সময় চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রনে আনতে না পাড়ায় বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। মামলায় উল্ল্যেখ করা হয় ১নং আসামী সহিদ তফাদার, ২নং আসামী আনিচ তফাদার ও ৩নং আসামী আজিত তফাদারকে প্লাষ্টিকের কন্ট্রিন হাতে সেখান থেকে পালিয়ে যেতে দেখেন স্বাক্ষীগন। এঘটনায় এসকেন্দার আলী শরীফ বাদী হয়ে ১৪জনকে আসামী করে গত ২৪ই ফেব্রুয়ারী বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply