মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীর চরকালেখান ইউনিয়ন জয়ন্তী নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয় সুত্রে জানাগেছে, ইউনিয়নের ১,২, ৩নং ওয়ার্ডের জয়ন্তী নদী বিস্তিত ৪কিলোমিটার দনীর পারে ভাঙ্গন রোধে ব্লব পাইলিংয়ের জন্য পানি সম্পদ মন্ত্রনালয় বারবরে আবেদন করেছেন মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। নদীর কবল থেকে গ্রাম রক্ষা করতে যেখানে স্থানীয়রা মরিয়া হয়ে উঠেছে সেখানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু হওয়ায় গ্রামবাসীর মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। সংস্লিষ্ঠ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে অচিরেই অবৈধ ড্রেজার বন্ধ করে নদীর হাত থেকে শত শত পরিবারকে রক্ষা করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
Leave a Reply