স্টাফ রিপোর্টার ॥ প্রথম ধাপে ইউপি নির্বাচনের দিনক্ষন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী এলাকায় ততই নতুন নতুন প্রার্থীদের উৎপাত বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে যেমন ক্লিন ইমেজের প্রার্থী রয়েছেন তেমনি আবার বহুল বিতর্কিত ব্যক্তিরাও নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আসছে প্রথম ধাপের ইউপি নির্বাচনে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ও সরিকল ইউপিতে এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষনা না করা হলেও ইতিমধ্যে অনেক প্রার্থীরা এলাকায় ব্যানার-ফেস্টুন সাটিয়ে উৎপাত বৃদ্ধি করে চলেছেন। সরেমজিন বাটাজোর ও সরিকল এলাকা ঘুরে দেখা গেছে, নতুন প্রার্থীদের ব্যানার-ফেস্টুন সাটানোর চিত্র। এসব প্রার্থীদের অনেককেই এলাকায় না চিনলেও ব্যানার সাটিয়ে নিজেদের পরিচয় করিয়ে দিচ্ছেন এলাকাবাসীর কাছে। এরমধ্যে অনেক প্রার্থী আছেন বহুল বিতর্কিত। বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে (হরহর-বছার গ্রামে) সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দিতার জন্য এলাকায় ব্যানার সাটিয়েছেন মোঃ হোসেন বেপারী নামের জনৈক ব্যক্তি। স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা ও সাধারণ ভোটাররা জানিয়েছেন, হোসেন বেপারীর এক ভাই স্বাধীনতা যুদ্ধের সময় অস্রধারী রাজাকার ছিলেন। এমনকি হোসেন নিজেও জুয়ায় আসক্ত। সে (হোসেন) বেশ কিছুদিন পূর্বে একটি আইন-শৃংখলা বাহিনীর হাতে আটক হয়ে হাজতবাস করেছিলেন। সে ইউপি সদস্য নির্বাচিত হলে এলাকায় জুয়া বৃদ্ধি পাওয়ার আশংকা করছেন সচেতন ভোটাররা। এ বিষয়ে হোসেন বেপারী জানান, একটি মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিক হয়ে অপপ্রচার চালাচ্ছেন। অপরদিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ভিজিডি কার্ডধারী দুই নারী সংরক্ষিত সদস্য পদে নির্বাচনী প্রচারনা শুরু করায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক হাস্যরসের সৃস্টি হয়েছে।
Leave a Reply