বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বাকেরগঞ্জের ১৩নং পাদ্রীশিবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পৌর ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দরা। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোকলেচুর রহমানের সভাপতিত্বে ০৪ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা যুবলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পাদ্রীশিবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিষয়টি খুবই দুঃখ জনক। ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের কালীগঞ্জ বাজার সংলগ্ন মৃত ফজলু হাওলাদারের পুত্র শহীদুল ইসলাম একজন দুষ্ট প্রকৃতির লোক এবং মামলাবাজ। পাদ্রীশিবপুরের বিসমিল্লাহ বাজার থেকে একটু দূরে ফাঁকা জায়গায় ট্রাকের মালিক শহীদ এবং তার ড্রাইভার মিরাজ শরীফ পরিকল্পিতভাবে ট্রাকে আগুন লাগিয়ে দিয়ে এ ধরণের মিথ্যা মামলার নাটক সাজিয়েছে। রিপন এবং তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দলনসহ নানা কর্মসূচি হাতে নিবেন বলে হুশিয়ারী দিয়েছেন নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুদ আকন, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম আজাদ, ১২নং রঙ্গশ্রী ইউনিয়ন চেয়ারম্যান বশির উদ্দিন শিকদার, পাদ্রীশিবপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, পৌর যুবলীগ দপ্তর সম্পাদক ও কাউন্সিলর খান মোহাম্মাদ সেলিম, যুবলীগ নেতা তোফাজ্জেল হোসেন, পরিতোষ দাস, পাদ্রীশিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহিদুল ইসলাম খান প্রমুখ।
Leave a Reply