শরফুদ্দিন আহম্মেদ বাবু ॥ ‘আমাদের হাজার বছরের ঐতিহ্যকে ধরে রাখতে হবে’ গতকাল বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা চত্বরে বন্দর থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ ডে” সভায় নবাগত অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি মোহাম্মদ এনামুল হক মহোদয় একথা বলেন। এ সময়ে তিনি ওপেন হাউজ ডে সভায় উপস্থিত হয়ে ওপেন হাউজ ডে সভা আয়োজনের উদ্দেশ্য বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার জন্য আগত সকলকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, ‘জনগণের সহযোগিতা ছাড়া মাদকসহ যেকোনো ধরনের অপরাধ নির্মূল সম্ভব নয়, তাই সমস্যা সমাধানে আপনাদেরকে-ই এগিয়ে আসতে হবে, তবে এ ক্ষেত্রে আপনাদের সহযোগী হিসেবে আমরা সব সময় আপনাদের পাশে থাকবো।’ এ-সময় তিনি আগত সকলের উদ্দেশ্যে বলেন, একটা সময় আমরা আমাদের পারিবারিক ও সামাজিক অনুশাসন কঠোরভাবে মেনে চলতাম। এগুলো আমাদের হাজার বছরের ঐতিহ্য আর সমাজ কে অপরাধমুক্ত রাখতে আমাদেরকে হাজার বছরের এ-সকল ঐতিহ্য ধরে রাখতে হবে।’ এ-সময় তিনি কাঙ্ক্ষিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো সকলের সামনে তুলে ধরে বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সমাজের সকল শ্রেণী-পেশার মানুসকে এগিয়ে এসে পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ-সময় উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা বলেন, আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি, আর একটি দেশের উন্নয়নের ধার অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার কোনো বিকল্প নেই। ওপেন হাউজ ডে এমন একটা সভা, যেখানে আপনাদের মনের কথা খুলে বলতে পারেন। শুধু নিজের সমস্যা প্রকাশ নয় সাথে সাথে সমাজের সর্বস্তরের অসঙ্গতি নিয়ে এখানে নির্দ্বিধায় তুলে ধরবেন। উল্লেখ্য যে, উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা পারভীন সুলতানা রাখি, অফিসার ইনচার্জ বন্দর থানা মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও বন্দর থানা এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।
Leave a Reply