পিরোজপুর জেলা প্রতিনিধি ॥ পিরোজপুর জেলা সহ নেছারাবাদ উপজেলার রাজনীতির মাঠে ইতিহাস সৃষ্টি করে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে। নারী নেতৃত্ব দিয়ে গত ৫ বছর শত সংগ্রাম করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে দৈহারী ইউনিয়নের মধ্যে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতিক হয়ে নিজেকে ফুটিয়ে তুলেছে আপন মহিমায়। আর সেই ধারাবাহিকতায় এলাকার বেশির ভাগ লোকজন আবারও নৌকার প্রতিক পাওয়ার জোর দাবীদার হিসেবে বর্তমান চেয়ারম্যান প্রগতি মন্ডলকে বেছে নিয়েছেন। হিন্দু মুসলিম পরিবারের সাধারণ ভোটাররা আবারও নৌকার প্রতিকের প্রত্যাশা নিয়ে আটঘাট বেধে নেমেছে। আগামী ১১ এপ্রিল স্বরূপকাঠি উপজেলার মধ্যে ৮ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ কারণে সমুদয়কাঠী ও জলাবাড়ীর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রয়েছে।আর হ্যা আমরা বলছিলাম ৬নং দৈহারী ইউনিয়নের বর্তমান মহিলা চেয়ারম্যান প্রগতি মন্ডলের কথা। খারারবাগ এলাকার সুপরিচিত মন্ডল পরিবারের প্রয়াত আইন জীবি পবিত্র কুমার মন্ডলের সুযোগ্য বড় কণ্যা প্রগতি মন্ডল। সদালাপী ও মিশুক স্বভাবের কারণে ইতিমধ্যে দৈহারী ইউনিয়ন সহ সমগ্র উপজেলার মধ্যে দারুণ মুন্সিয়ানার ছাপ রেখেছেন। পাশাপাশি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে রয়েছে সম গ্রহণ যোগ্যতা। আর সেই কারণে দৈহারী ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে বিশেষ কদর রয়েছে। গত পাচ বছরের ইউনিয়ন পরিষদের মসনদে বসার পর থেকেই মানবতার কল্যানে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে। মন মানসিকতার দিক দিয়ে অতি উচ্চ মনের মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে। নোংরা মন মানসিকতা পরিহার করে সম বন্টন নীতিমালা মেনে চলে হিন্দু মুসলিম এলাকায় নিজেকে আদর্শের সৈনিক হয়ে সমাজ সেবায় সুনাম অক্ষুন্ন রেখেছে ইতিমধ্যে। আর এ নীতিতে বিশ্বাস রেখে স্বরূপকাঠি উপজেলার ৬নং দৈহারী ইউনিয়নের নির্বাচনে ইউনিয়নবাসীরা সুকৌশল আগাচ্ছে আগামীর মিশন নিয়ে। দক্ষ ও নিরেপক্ষ দৃষ্টি কোন থেকে ইউনিয়নের সাধারণ ভোটাররা মনে প্রানে আবারও চায় উপজেলা আওয়ামী লীগের মহিলা নেত্রী বর্তমান চেয়ারম্যান প্রগতি মন্ডল কে। দৈহাারী ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে বেশির ভাগ ভোটাররা বর্তমান চেয়ারম্যান প্রগতি মন্ডলকে মনে প্রানে ভালোবাসে। রাজনৈতিক নেতাদের মধ্যে নারী নেতৃত্বে একজন নিঃসন্দেহে অলরাউন্ডারও বলা যায় নিঃসন্দেহে। এদিকে সময়ও ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদের নির্বাচনের। আগামী ১১ এপ্রিল ৩নং স্বরূপকাঠি সদর ইউনিয়ন সহ ৪নং আটঘর কুড়িয়ানা, ৬নং দৈহারী, ১০নং সারেংকাঠী,১নং বলদিয়া, ৭নং গুয়ারেখা, ২নং সোহাগদল ও ৯নং সুটিয়াকাঠীর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এদিকে এলাকার সাধারণ ভোটাররা গণ মাধ্যম কর্মীদের জানান, আমরা দৈহারী ইউনিয়নের হত দরিদ্র পরিবারের সাধারন মানুষ। আসলে আমাদের কাছে প্রিয় নেতা আমাদের প্রগতি মন্ডল। বিপদে আপদে আমরা সব সময় কাছে পাই বিগত সময় থেকেই। বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার মত যোগ্যতা আছে প্রগতির মধ্যে। অবশ্য বর্তমান সময়ে এপ্রজন্মের ভোটাররাও মনে প্রানে চায় জনপ্রিয় চেয়ারম্যান প্রগতি মন্ডলকে। এব্যাপারে কথা হয় বর্তমান সময়ের অতি পরিচিত মুখ নারী নেতৃত্ব দিয়ে পিরোজপুর সহ উপজেলায় সফল ইউনিয়ন চেয়ারম্যান প্রগতি মন্ডলের সাথে। গণ মাধ্যম কর্মীদের অকপটে বলেন, আমি দলের নিবেদিত বলেই আজও আবারও নৌকার অন্যতম দাবিদার।দলের প্রয়োজনেই এলাকার বেশির ভাগ ভোটাররা আমাকে যোগ্য মনে করেন। এলাকার সাধারণ মানুষের ভালবাসার কারণেই আবারও নৌকার প্রতিক নিয়ে নির্বাচন করবো উপরওয়ালার নাম নিয়ে। আমাকে যোগ্য মনে করেই নৌকার প্রতিক দিবেন। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে নিজেকে উজাড় করে দিতে চাই। মানবতার কল্যানে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানবতার সেবা করে যাবো মহান সৃষ্টি কর্তার নাম নিয়ে।
Leave a Reply