স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসক নিয়ে অসুস্থ্য ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর শারিরিক অবস্থার খোঁজখবর নিতে নগরীর বগুড়া রোডের বাড়িতে গিয়েছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা সৈনিকের বাসায় গিয়ে তার শারিরিক খোঁজখবর নেয়া হয়। পরবর্তীতে ভাষা সৈনিকের ছেলের বউকে একটি সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে। জেলা প্রশাসক বলেন, আমরা দেশ ও ভাষা পেয়েছি যাদের আত্মত্যাগ ও সংগ্রামের বিনিময়ে তাদের অবদান আমরা কোনভাবে অস্বীকার করতে পারিনা। ভবিষ্যত প্রজন্মকে গৌরবের সে সকল ইতিহাস জানাতে হলে বীর সৈনিকদের মনে রাখতে হবে এবং তাদের পাশে এসে দাঁড়াতে হবে।
Leave a Reply