কাউখালী প্রতিনিধি ॥ কাউখালীতে ইট দিয়ে ব্যক্তি উদ্যোগে ৪টি রাস্তা তৈরির কাজ করছেন তরুন যুবক শিশির কুমার মজুমদার। জানা যায়, উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দীর্ঘদিন পর্যন্ত জনগন কাঁদায় হাঁটা চলা করতে দারুন কষ্ট হতো। কর্তৃপক্ষের নিকট বারবার আবেদন করেও গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাঁকা না হওয়ায় বর্ষা মৌসুমের দূর্ভোগের আগেই জনগণকে স্বস্তির আশ্বাস দিতে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। রাস্তাগুলো হলো কাঠালতলা খেয়াঘাট থেকে সুধীর মিস্ত্রীর বাড়ি পর্যন্ত ২৬০ ফুট, জগদ্বাত্রী মন্দির থেকে গৌরাঙ্গ ডাক্তারের বাড়ি পর্যন্ত ৩১৫ ফুট, নিরঞ্জন বেপারীর বাড়ি হইতে সমদ্দার বাড়ি পর্যন্ত ৩৫৫ ফুট, জাকির শেখের বাড়ি হইতে মাখন লাল শীলের বাড়ি পর্যন্ত ১১০ ফুট মোট ১০৪০ ফুট রাস্তার ইট সোলিং এর কাজ তার চলমান রয়েছে। এসকল রাস্তা জন গুরুত্ব হলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত না করায় তিনি ব্যক্তি উদ্যোগেই এ ধরণের একটি ব্যয়বহুল জনগুরুত্বপূর্ণ কাজ করে এলাকাবাসীকে মুক্তি দেন বলে জানান।
Leave a Reply