নিজস্ব প্রতিবেদক ॥ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৩ তম জন্মদিন উপলক্ষে বরিশালে দুই দিন ব্যাপী অশ্বিনী মেলার উদ্বোধণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নগরীর সরকারি বরিশাল কলেজ প্রাঙ্গনে এই মেলার উদ্বোধণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অশ্বিনী কুমার স্মৃতি সংসদের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্রবীন সাংবাদিক এসএম ইকবাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কর, প্রফেসর শাহ সাজেদা প্রমূখ। অশ্বিনী মেলা প্রতিদিন রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ২০টি স্টল রয়েছে এবং বিনোদনের জন্য নাগরদোলা সহ বেশ কয়েকটি খেলনা রাখা হয়েছে। এদিকে সকালে অশ্বিনী কুমার দত্তের জন্মদিন উপলক্ষে তার প্রতিষ্ঠিত বিএম কলেজে র্যালী ও আলোচনা সভা করা হয়। এছাড়াও বরিশাল মহাশ্মশানে অশ্বিনী কুমার দত্তের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত শিক্ষানুরাগী ও সমাজসেবী ছিলেন। শিক্ষার প্রসারের জন্য তিনি তাঁর পিতার নামে ব্রজমোহন বিদ্যালয়, ব্রজমোহন কলেজ, গৌরনদীর বাটাজোরে স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়াও তাঁর বাড়িতে বর্তমান সরকারি বরিশাল কলেজ গড়ে ওঠে।
Leave a Reply