মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় কলাই ক্ষেতে ছাগল ঢুকে ফসল খাওয়াকে কেন্দ্র করে মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জগদীস নামে একব্যক্তি মন্দিরের পক্ষে কবির ও নাছির এর বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। কবির (৩৫) এবং নাছির (৩০) কে শুক্রবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করে ওই দিন বিকেলেই আদালতে সোপার্দ করা হয়। কবির উপজেলার দক্ষিণ সোনাখালী কুদ্দুস হাওলাদারের ছেলে ও নাছির মধ্যে সোনাখালী গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সোনাখালী নীলকান্ত মিস্ত্রী সাথে প্রতিবেশী কুদ্দুস হাওলাদারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে শালিশ একাধিক বৈঠকও হয়েছে। গত বৃহস্পতিবার নীলকান্ত মিস্ত্রির ছাগল কুদ্দুসের কলাই ক্ষেতে ঢুকে ফসল খেলে তুমুল বাক বিতান্ড শুরু হয়। এ বিরোধের জেরে শুক্রবার সকালে নীলকান্ত মিস্ত্রির বাড়ির প্রতিমা ভাংচুর করা হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় কবির ও নাছিরকে আটক করে। তবে স্বজনদের দাবি নাছির মানসিক ভারসাম্যহীন। মঠবাড়িয়া থানার কর্মকর্তা ইনচার্জ মাসুদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জগদীস নামে একব্যক্তি দুই জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। কবির ও নাছির নামে দু‘জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনকে শুক্রবার বিকেলে আদালতে সোপার্দ করা হয়েছে।
Leave a Reply