রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে দিনভর বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ছাড়াও শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিবের সঞ্চালনায় রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৭ মার্চের আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ তিলোত্তমা শাহরিন, শিশু একাডেমি কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন বেইজ কমান্ডার রতন আলী শরীফ বীর প্রতীক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শাহ আলম সিকদার, খানপুরা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আ.জ.ম শামসুল আলম, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক আরিফ আহমেদ মুন্না। আলোচনা সভা শেষে উপজেলা শিশু একাডেমি উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী ১৫ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদসহ উপজেলার সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, উপজেলা পরিষদের নতুন ভবনে ৭ মার্চের ভাষণের ওপর প্রামাণ্যচিত্রের প্রদর্শনী এবং সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর জাতীয় অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে বড় পর্দায় প্রদর্শন করা হয়।
Leave a Reply