নিজস্ব প্রতিবেদক ॥ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ ৭ই মার্চ রবিবার বিকাল ৫টায় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জোছনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ, কবি অপূর্ব গৌতম, জে কে মুকুল, নূর হোসেন হাওলাদার, রুহুল আমিন, ছাত্র নেতা কিশোর কুমার বালা, জয় সাহা, নার্গিস বেগম, মৌসুমী শর্মা, রিংক বেগম, মোঃ আল আমিন, জোছনা বেগম, লিপিকা মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ। নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা পাশবিকতা নির্যাতন বৈষম্য রোখ, ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরী, কর্মক্ষেত্রে নিরাপত্তা, দিন মজুরদের সারা বছর কাজ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত ষাটোর্ধ শ্রমিকদের পেনশন স্কিম চালু, নারী মুক্তি ও নারীদের দাবী আদায়ের এ লড়াইতে অংশগ্রহণের আহবান জানান বক্তারা।
Leave a Reply