স্টাফ রিপোর্টার ॥ বরিশাল শহরের গির্জা মহল্লা এলাকায় একটি অভিজাত পোশাক বিক্রয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যারাতে ছাত্রলীগ পরিচয়ধারী অন্তত ৩০ যুবক ‘টপটেন’ নামক এই প্রতিষ্ঠানে ঢুকে তান্ডব চালিয়েছে। সবশেষ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং এই হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাৎক্ষণিকভাবে ৫ জনকে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শী ও শোরুমের কর্মীরা জানায়, সন্ধ্যা সোয়া ৬ টার দিকে নগরীর বিবিরপুকুরের উত্তরপাড়স্থ টপটেন শোরুমের কর্মচারীরা বেচাকেনায় ব্যস্ত সময় পাড় করছিলেন। এসময় অচমকা ২০ থেকে ৩০ জনের একটি দল শোরুমে প্রবেশ করে বিভিন্ন রুমে ঢুকে জামা কাপড় ও ঘড়ি দেখাদেখি শুরু করে। আবারও কেউ কেউ বেশকিছু পোশাক নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন টাকা চাইলে তারা নিজেদেরকে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন অনুগত নেতাকর্মী দাবি করে। এবং তাদের পোশাকের টাকা নেতা জসিম দেবেন বলে দাবি করে। তাদেরকে বাঁধা দিতে গেলে শোরুমের একাধিক কর্মচারীকে মারধর করা হয়। আতঙ্কগ্রস্ত শোরুম কর্মকর্তা-কর্মচারীরা ৯৯৯ এ কল করে এবং পালিয়ে যাওয়ার প্রাক্কালে অন্তত ৫ জনকে আটক করে। পরবর্তীতে পুলিশ গেলে তাদেরকে হাতে তুলে দেয়। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এবং একটি মামলা গ্রহণ প্রক্রিয়া চলামান আছে। এদিকে আটককৃতরা উপস্থিত সংবাদকর্মীদের জানান, আমরা এই লুটপাটের ঘটনার সাথে জড়িত নই। কারা এমন করেছে তাও জানিনা। আমরা কেনাকাটার জন্য এখানে এসেছিলাম। উল্টো আমাদের মারধর নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে গেছে শোরুমের লোকজন। আমরা এর সুষ্ঠু বিচারের দাবী জানাই।’ এদিকে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা তার অনুগত কোনো ছাত্রলীগ কর্মী জড়িত নয় দাবি করেছেন মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে এমন ঘটনা জন্ম দিয়ে তাকে বিতর্কে ফেলার চেষ্টা চালিয়েছে। ’ তাৎক্ষনিক আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply