রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে বাবুগঞ্জে আলোচনা সভা ও করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার উপজেলা অডিটোরিয়ামে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত যুদ্ধকালীন বেইজ কমান্ডার বীর প্রতীক রতন আলী শরীফ ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি। বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জানে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আখতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শাহ আলম সিকদার, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, ইয়ুথ লিডার ফয়সাল আহমেদ, বিকশিত নারী নেত্রী সুরভী জাহান নিশি প্রমুখ। আলোচনা সভা শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৫টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধিদের মাঝে করোনার সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের ওই কর্মসূচিতে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও সেইন্ট বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #
Leave a Reply