দখিনের খবর ডেস্ক ॥ বরিশাল বিভাগের ৬ জেলায় গত এক মাসে করোনার টিকা নিয়েছেন (প্রথম ডোজ) ১ লাখ ৭২ হাজার ১১৯ জন। এর মধ্যে বরাদ্দ অনুয়ায়ী বরিশালে টিকা গ্রহণের হার বেশি। সবচেয়ে কম ঝালকাঠি জেলায়। প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক-নার্স, স্বাস্থ্য বিভাগসংশ্লিষ্ট ব্যক্তি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ ১৫ পেশার মানুষের মধ্যে টিকার প্রথম ডোজ প্রদান করা হচ্ছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সারা দেশের মতো বরিশালেও করোনা টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়। এরপর থেকে ৭ মার্চ পর্যন্ত এক মাসে এই বিভাগে ১ লাখ ৭২ হাজার ১১৯ ব্যক্তি টিকা নিয়েছেন। এর মধ্যে বরিশালে ৫৪ হাজার ৭৫৪ জন, ভোলায় ৩২ হাজার ৩৪৯ জন, পটুয়াখালীতে ২৯ হাজার ৩৪২ জন, পিরোজপুরে ২৬ হাজার ৯৭ জন, বরগুনায় ১৬ হাজার ৪১১ জন ও সবচেয়ে কম ঝালকাঠি জেলায় ১৩ হাজার ১৯৬ জন টিকা নিয়েছেন। সূত্রে জানা যায়, গত জানুয়ারির শেষ সপ্তাহে বরিশাল বিভাগে কোভিশিল্ডের টিকা এসেছে ৩ লাখ ৪৮ হাজার ১০ ডোজ। এর মধ্যে বরিশালে ১ লাখ ৬৮ হাজার ১০ ডোজ, ঝালকাঠিতে ১২ হাজার ডোজ, পিরোজপুরে ৩৬ হাজার ডোজ, পটুয়াখালীতে ৪৮ হাজার ডোজ, বরগুনায় ২৪ হাজার ডোজ ও ভোলায় ৬০ হাজার ডোজ। এসব টিকা সরকারি নিয়ম অনুযায়ী আইস লাইনড রেফ্রিজারেটর (আইএলআর) বা হিমায়িত বাক্সে সংরক্ষণ করা হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশালে করোনা টিকা পৌঁছানোর পর টিকা গ্রহণ করার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে বেশ আগ্রহ লক্ষ করা গেছে। প্রথম ধাপে ১৫ শ্রেণির (ক্যাটাগরি) মানুষকে টিকা প্রদানে অগ্রাধিকার দেওয়া হলেও পর্যায়ক্রমে সবাইকে টিকা গ্রহণের আওতায় আনা হবে। সে অনুযায়ী সরকার টিকাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ইউনিয়ন পর্যায়ে নেওয়ার কথা ভাবছে।
Leave a Reply