মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে নারী-শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই” শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এডভোকেসি সভা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মুলাদী উপজেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্লাটফর্মের সহ-আহ্বায়ক ও প্রধান শিক্ষিকা কানিজ ফাতেমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহারিন আফরোজ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, মুলাদী প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাংবাদিক মোঃ রেজা হাওলাদার। স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও রাইট যশোর এর যৌথ আয়োজনে ও ইউএসএআইডি, ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় সভায় আভাস প্রতিনিধি নাসরিন খানম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রাসেল মল্লিক , আরডিও নির্বাহী পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, প্রভাষক আরিফুল হক তারেক, ইউপি সদস্য মোসা খাদিজা, নারী নেত্রী হেপী আক্তর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীর পাল, হিন্দু বিবাহ রেজিষ্টার তাপস মজুমদার, শিক্ষক আফরোজা পারভীন প্রমুখ।
Leave a Reply