স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে প্রথমধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১১ এপ্রিল এসব ইউনিয়নে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বরিশাল বিভাগের ছয় জেলার ১৭২টি ইউনিয়নে ওইদিন ভোটগ্রহণ করা হবে। প্রথমধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষসময় ১৮ মার্চ, প্রার্থী বাছাই ১৯ মার্চ এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষসময় ২৪ মার্চ। সূত্রমতে, তফসিল ঘোষণার আগে থেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের কাছে লবিং ও তদ্বির করে আসছেন সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থীরা। ইতোমধ্যে ওইসব সম্ভ্রাব্য প্রার্থীরা শীর্ষ পর্যায়ের নেতাদের ছবি ব্যবহার করে নির্বাচনী এলাকার গ্রামীণ জনপদে রঙিন ব্যানার ও পোস্টার ছাপিয়ে ঝুঁলিয়ে দিয়েছেন। অপরদিকে বিএনপি কেন্দ্রীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহন না করার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তবে বিএনপি পন্থি সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থীরা এবার সদ্য আওয়ামী লীগে যোগদান করা হাইব্রীড নেতাদের নেপথ্য মদদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিরবে প্রচারনা চালিয়ে আসছেন। সরেজমিনে কয়েকটি উপজেলা ঘুরে দেখা গেছে, চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে হচ্ছেন নৌকার কান্ডারি। দলের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, প্রথমধাপের নির্বাচনে বরিশাল জেলার দশ উপজেলার ৫০টি ইউনিয়নের মধ্যে হাতেগোনা কয়েকটি ইউনিয়ন ব্যতিত চেয়ারম্যান পদে তেমন একটা পরিবর্তন করা হবেনা। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল ব্যতিত অন্যান্য জেলায় লবিং তদ্বিরের মাধ্যমে মনোনয়ন দৌড়ে এবার নতুন মুখের প্রার্থীরা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন। সূত্রে আরও জানা গেছে, বিভাগের কাঠালিয়া উপজেলার চেচরিরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী নানা বির্তকিত কর্মকান্ডে জড়িয়ে এবার নৌকার টিকিট না পাওয়ার আশংঙ্কায় রয়েছেন। তৃণমূলের জরিপে ওই ইউনিয়নে এবার দলীয় মনোনয়ন পেতে পারেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ জমাদ্দার। পাটিখালঘাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিশির চন্দ্র দাশের বিরুদ্ধে অতিসম্প্রতি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা একাত্রিত হয়ে বিভিন্ন অভিযোগ তুলে তাকে দলীয় মনোনয়ন না দেয়ার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে একটি লিখিত অভিযোগ পাঠিয়েছেন। ওই ইউনিয়নে এবার দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়। আমুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ফোরকান সিকদার এবারও মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। কাঠালিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম কবির সিকদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় মনোনয়ন দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক নাহিদ সিকদার। আওরাবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকীব তৃণমূল নেতাকর্মীদের জরিপে এবারও এগিয়ে রয়েছেন। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথমধাপে বিভাগের বরিশাল সদর উপজেলায় চারটি। বাকেরগঞ্জের ১১টি। উজিরপুরে পাঁচটি। মুলাদীতে ছয়টি। মেহেন্দিগঞ্জে দুইটি। বাবুগঞ্জে চারটি। গৌরনদীতে সাতটি। হিজলায় তিনটি। বানারীপাড়ায় সাতটি। পটুয়াখালীর দুমকী উপজেলায় তিনটি। বাউফলের নয়টি। দশমিনায় তিনটি। গলাচিপায় চারটি। বরগুনা সদর উপজেলায় নয়টি। আমতলীর ছয়টি। বেতাগীর সাতটি। বামনার চারটি। পাথরঘাটার তিনটি। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পাঁচটি। ইন্দুরকানীর একটি। পিরোজপুর সদর উপজেলার চারটি। মঠবাড়িয়ার ছয়টি। নেছারাবাদের দশটি। কাউখালীর দুইটি। নাজিরপুরের চারটি। ঝালকাঠি সদর উপজেলার নয়টি। নলছিটির দশটি। রাজাপুরের ছয়টি। কাঠালিয়ার ছয়টি। ভোলার বোরহানউদ্দিন উপজেলার দুইটি। তজুমদ্দিনের তিনটি। চরফ্যাশনের পাঁচটি। মনপুরা উপজেলার দুইটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply