স্টাফ রিপোর্টার ॥ প্রবাসী কল্যাণ মন্ত্রলয়ের আহবানে গতকাল সকালে নগরীর সিএনবি সড়কে অবস্থিত টিটিসি কার্য্যলয়ের সেমিনার কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিরেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবির এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অধ্যক্ষ আহমেদ আল ইমরান, অধ্যক্ষ আশরাফ হোসেন, গোপাল সরদার, আলতাফ হোসেন, জাকির হোসেন প্রমুখ। সভায় জানানো হয় ২০২০ সনে ৯ হাজার ৭ শত ৬২ জন বিদেশে গেছেন। এর মধ্যে বরিশাল থেকে ২৩২৯ জন, ভোলা থেকে ১৭৫০ জন, পিরোজপুর থেকে ১৫১৭ জন, বরগুনা থেকৈ ২৬৪০ জন, পটুয়াখালী থেকে ৭৬৯ জন, ঝালকাঠি থেকে ৭৫৭ জন এনিয়ে মোট ৯৭৬২ জন বিদেশে গেছে। এর আগে ২০১৯ জনে বরিশাল থেকে ৭৬০২ জন ভোলা থেকে ৪৮৭৬ জন, পিরোজপুর থেকে ৪৪১৮ জন, বরগুনা ৩৮২২ জন, পটুয়াখালী থেকে ২৯০২ জন, ঝালকাঠি থেকে ২৪৪৩ জন। সহ মোট ২৬০৬৩ জন বিদেশ গেছে। গত ২ বছরের বরিশাল বিভাগ থেকে ৩৫ লাখ ৮ শত ২৫ জন লোক বিদেশে গেছে সেমিনারে বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল বিভাগের নেতৃবৃন্দের মধ্যে সকালের বার্তার প্রকাশক ও সম্পাদক শেখ শামীম, দক্ষিণের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী জাহাঙ্গীর, তারুন্যের বার্তা প্রকাশক ও সম্পাদক নাছির আহমেদ রনি, বরিশালের কথা সম্পাদক সাইদুর রহমান তালুকদার মাসুদ, সমাচারের সম্পাক আরিফুর আলম অপু।
Leave a Reply