মঠবাড়িয়া প্রতিনিধিঃ মঠবাড়িয়ায় জরিপের চর এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ছগির নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার(৭ মার্চ)ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার জরিপের চর গ্রামের মোঃ মালেক মৃধার ছেলে।সে উপজেলার জরিপের চর গ্রামে বসবাস করে।
এজাহার ও স্হানীয় সূত্রে জানা যায়,পিরোজপুরের মঠবাড়িয়া থানার জরিপের চর এলাকায় দেলোয়ার হোসেনের সাথে সগীর গংদের জমিজমা সংক্রান্ত বিবাদ দীর্ঘদিনের।একই এলাকার মোঃ নুরুল ইসলামের নিকট থেকে কিছু জমি কেনেন দেলোয়ার।জমি কেনার পর থেকেই এলাকার কিছু ভূমিদস্যু কোন কাগজপত্র এবং সালিশীর সিদ্ধান্ত ছাড়াই দেলোয়ার হোসেনের চৌহদ্দি দেওয়া ক্রয়কৃত জমি ভোগদখলে বাধা সৃষ্টি এবং জীবন নাশের হুমকির কয়েক মাস পরেই মামলার এজাহারে উল্লেখিত ২৫/০৩/১৯ ইং তারিখে বাদীর পিতা ফজলুল হকের উপড় হামলা ও লুটপাট এবং ২৭/০৩/১৯ ইং তারিখে আসামীরা যোগসাজশে বাদীর বাড়ি ঘরে হামলা ও ভাংচুর চালিয়ে ৭৫,০০০ টাকার ক্ষতিসাধন করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানায় থানা পুলিশ।
Leave a Reply