চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনে এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিরাজ হাওলাদারের কর্মী সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ৪নং ওয়াডস্থ তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনার সময় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আহতরা হলেন, মো. হোসেন মোল্লা (৩৭) জলেখা বেগম (২৯) ইয়াছমিন (২০)। চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন মো. হোসেন মোল্লা অভিযোগ করেন, এওয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিরাজ হাওলাদারের সমর্থক তারা। ঘটনারদিন দুপুরে ওই ওয়ার্ডের তিনি (হোসেন মোল্লা)সহ অপর আহতরা মেম্বার প্রার্থী মিরাজ হাওলাদারের ভোট প্রচারনা করেন। এসময়ে স্থানীয় বর্তমান মেম্বার নুরুল ইসলামের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদেরকে এলাকা ছেড়ে যেতে হুমকি দেয়। আমরা প্রতিবাদ করলে ওই সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর আর্তকিত হামলা চালায়। হামলাকারীদের হামলায় দুই নারী কর্মীসহ ৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। মেম্বার প্রার্থী মিরাজ হাওলাদার জানান, প্রতিহিংসা বসত আমার কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply