চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনের দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের নৌবাহিনীর তত্বাবধানে নির্মিত শাহজালাল আবাসন প্রকল্পের ঘরের দরজা খুলে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় দফাদার কামালের বিরুদ্ধে। গত দুদিন আগে দুলারহাট বাজারের বিসমিল্লাহ মেটাল নামের একটি দোকানে তিনটি দরজা ৬ হাজার টাকায় বিক্রি করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনকে জানালে বিষয়টি ওই দোকান মালিক ও দফাদার কামাল জানতে পেয়ে পুলিশ আসার আগেই চোরাইকৃত তিনটি দরজা অন্যত্রে সরিয়ে নেন। এঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুলারহাট থানা পুলিশ দুলারহাট বাজারের বিসমিল্লাহ মেটালের মালিক নরুদ্দিনকে আটক করে থানায় নিয়ে যান।পরে হাসপাতাল রোডেস্থ এলাকায় অভিযান চালিয়ে দুলারহাট থানা পুলিশ জব্দ করেন। বাজারের ব্যবসায়ীরা জানান, দফাদার কামাল হোসেন মুজিব নগর ইউনিয়নের শাহজালাল আবাসন প্রকল্পের ঘরের তিনটি দরজা এনে দুলারহাট বাজারের নুরুদ্দিনের মালিকানাধীন বিসমিল্লহ মেটালে নিয়ে ৬ হাজার টাকা বিক্রি করেন। স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে দোকান মালিক টের পেয়ে সন্ধ্যায়ই চোরাইকৃত দরজা গুলো ভ্যানযোগে গোপনে সরিয়ে ফেলেন। দুলারহাট থানা পুলিশ চোরাইকৃত দরজা গুলো উদ্ধার করতে না পেরে দোকান মালিক নুরুদ্দিনকে আটক করেন। অভিযুক্ত কামাল দফাদার জানান, নির্মানাধীন আবাসনের ঠিকাদার তাকে ৫টি দরজা দিয়েছেন। এর মধ্যে থেকে তিনি ৩টি দরজা দুলারহাট বাজারের ব্যবসায়ী নুরুদ্দিন কাছে বিক্রি করেছি। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, স্থানীয়দের খবররের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে ওই পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনটি দরজা অনত্র সরিয়ে ফেলেছেন বলে পুলিশ জানিয়েছেন। দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসারের ফোন কলে ওই দোকানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবাসনের চোরাইকৃত দরজা গুলো সরিয়ে ফেলেছে। দোকান মালিক নুরুদ্দিনকে আটক করা হয়েছে। বিক্রিত চোরাইকৃত দরজা গুলো উদ্ধার করা হয়েছে।
Leave a Reply