দখিনের খবর ডেস্ক ॥ প্রয়াত তরিকুল ইসলাম, আবদুল মান্নান ভূঁইয়া, খন্দকার দেলোয়ার হোসেন কোনো না কোনো সময় বিএনপির মহাসচিব বা ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। মূল দলে এ দায়িত্ব পাওয়ার আগে তারা কৃষক দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কৃষক দল থেকে আসা। নেতাকর্মীদের মধ্যে একটি কথা চালু আছে- কৃষক দলের গুরুত্বপূর্ণ পদ মানেই বিএনপির মহাসচিব হওয়ার একটা সুযোগ। ১৯৮০ সালের ১১ ডিসেম্বর জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুস সাত্তারকে প্রধান করে আহ্বায়ক কমিটি করা হয়। কৃষক দলের গত ৪০ বছরের মধ্যে ২৯ বছর ধরেই আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শামসুজ্জামান দুদু। সংগঠনটির সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে। দীর্ঘ ২২ বছর পর গতকাল শুক্রবার বিএনপির গুরুত্বপূর্ণ এ অঙ্গ সংগঠনের জাতীয় সম্মেলন হতে যাচ্ছে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে। ১৯৯২ সালে কৃষক দলের কাউন্সিলে আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাধারণ সম্পাদক হন শামসুজ্জামান দুদু। সেই থেকে সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন দুদু। বিএনপির ২০১৬ সালের কাউন্সিলের পর দলের ভাইস চেয়ারম্যানের পদ পান দুদু। দলের গঠনতন্ত্র অনুযায়ী ‘এক নেতার এক পদ’ও দুদুকে কৃষক দল ছাড়াতে পারেনি। দীর্ঘদিন পর কৃষক দলের নতুন নেতৃত্ব নির্বাচনে গত বছরের ২৭ ফেব্রুয়ারি শামসুজ্জামান দুদু ও হাসান জাফির তুহিনের নেতৃত্বে ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। সম্মেলনে কাউন্সিলর ৫৪৮ জন। এর মধ্যে ৭৯টি সাংগঠনিক জেলা কমিটি থেকে ৫ জন করে ৩৯৫ জন এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১৫৩ জন সদস্য কাউন্সিলর হিসেবে থাকবেন। কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, সম্মেলন উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কাউন্সিল অধিবেশন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাউন্সিলে যোগ দেবেন। তিনি আরও বলেন, আমাদের দুভাবে নেতৃত্ব নির্বাচন হয়। সেটা হচ্ছে- সাবজেক্ট কমিটি বসে নেতৃত্ব নির্বাচন করে, যেটা সব সময় হয়ে আসছে। আর সেটা যখন ব্যর্থ হয় তখন আমরা আমাদের চেয়ারপারসনের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করি। কাউন্সিল ঘিরে পদপ্রত্যাশী নেতারা নানাভাবে তদবির করছেন বলে সংগঠনের নেতাকর্মী ও বিএনপি নেতারা জানান। সংশ্লিষ্টরা জানান, শামসুজ্জামান দুদু কৃষক দলের সভাপতি হতে চান, সাধারণ সম্পাদক হিসেবে সঙ্গে থাকতে চান হাসান জাফির তুহিন। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা জানান, নেতৃত্বে কে আসবে তা নির্ভর করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর। তিনি যদি পরিবর্তন চান তা হলে নতুন নেতৃত্ব আসবে। সে ক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবদুস সালাম, নাজিমউদ্দিন আলম, মাইনুল ইসলাম, তকদির হোসেন মো. জসিম, সৈয়দ মেহেদি আহমেদ রুমি, শাজাহান মিয়া সম্রাটের নাম আলোচনায় আছে।
Leave a Reply